মেয়ে থাকে মেরিকায়
ছেলে বাংলাদেশে,
অজস্র রাত চ্যাট হয়েছে
নির্জন পরিবেশে।
কনফারেন্সে উভয় পক্ষের
পাকা কথা হলো,
জাকজমকে বিয়ে নামের
বন্ধনে জড়ালো।
ভিডিও চ্যাটে বাসর হলো
বইলো প্রেমের ঢেউ,
হয়নি তাঁরা সামনা সামনি
কোনও দিনও কেউ।
এমনি করে চলতে থাকে
ডিজিটাল সংসার,
স্বামী স্ত্রী দুয়েই খুশী
সুখী পরিবার।
কদিন পরে পেলো তাঁরা
ফুটফুটে সন্তান,
অবাক হবার নয়তো কিছু
বিজ্ঞানের কল্যাণ।
সুন্দর একটি পদ্য। শুভেচ্ছা জানবেন কবি নূর ইমাম শেখ বাবু।
ধন্যবাদ প্রিয়জন।
যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।
ভালো থাকুন সর্বক্ষণ।
শুভেচ্ছা কবি বাবু দা।
ধন্যবাদ প্রিয়জন।
যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।
ভালো থাকুন সর্বক্ষণ।
বেশ ভালো লিখেন আপনি সন্দেহ নাই। অভিনন্দন রইলো বাবু ভাই।
যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।
ভালো থাকুন সর্বক্ষণ।
ধন্যবাদ প্রিয়জন।
যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।
ভালো থাকুন সর্বক্ষণ।
বাস্তবতা।
ধন্যবাদ প্রিয়জন।
যথাসময়ে মন্তব্যের প্রতিউত্তর করতে পারি না বলে ক্ষমা প্রার্থনা করছি।
ভালো থাকুন সর্বক্ষণ।
দারুণ।
অসংখ্য ধন্যবাদ।