স্বাধীনতা
নয়কো পরাধীনতার কম্বলে গা ঢাকা দেওয়া,
স্বাধীনতা
নয়কো উশৃঙ্খলতার কাছে নত করা মাথা,
স্বাধীনতা
নয়কো তালুবন্দী ক্ষমতা কিম্বা অক্ষমতা,
স্বাধীনতা
জানেনা অন্যায়ের কাছে করতে নত মাথা,
স্বাধীনতা
নয়কো মুক্ত বিহঙ্গের উড়তে কোনো বাঁধা,
স্বাধীনতা
নয়কো পড়ে থেকে মার খাওয়া আর মরা,
স্বাধীনতা
ন্যায়ের পথে অন্যায়ের সাথে লড়াই করা,
স্বাধীনতা
মানে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া,
স্বাধীনতা
আকাশের মতো আছে যার বিশাল বিশালতা,
স্বাধীনতা
নয়কো কোন সীমানা ভেদ করে চলে যাওয়া,
স্বাধীনতা হলো কাঁধে কাঁধ রেখে সামনে এগিয়ে যাওয়া।
18 thoughts on “স্বাধীনতা মানে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্বাধীনতা
মানে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া।
জ্বী
স্বাধীনতা
নয়কো কোন সীমানা ভেদ করে চলে যাওয়া,
স্বাধীনতা হলো কাঁধে কাঁধ রেখে সামনে এগিয়ে যাওয়া।
জ্বী মুরুব্বী
রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের দেশের স্বাধীনতা। শত শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আসুন, দেশ ও জাতির মুক্তিকামী সৈনিকদের সাথে আমরা স্বাধীনতার বিজয় পতাকা হাতে নিয়ে বলি জয় বাংলাদেশ, জয় বাঙালি। জয় বাংলা মা, জয় বাংলার মাটি আর বাংলার মানুষের জয়গান গাই। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
স্বাধীনতার শুভেচ্ছা
স্বাধীনতা, ন্যায়ের পথে অন্যায়ের সাথে লড়াই করা,
স্বাধীনতা, মানে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া।
স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাই কবি।
ধন্যবাদ দিদিভাই
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নিন কবি মোস্তাক ভাই।
ধন্যবাদ প্রিয়
জাতীয় জীবনে স্বাধীনতার অনেক অর্থ। মহান দিনের শুভেচ্ছা ভাই।
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
স্বাধীনতা।
চাই স্বাধীন স্বাধীনতা
""স্বাধীনতা হলো কাঁধে কাঁধ রেখে সামনে এগিয়ে যাওয়া।"
সকল বিভেদ ঘুচিয়ে স্বাধীন বাংলাদেশের উন্নয়নর লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার নাম স্বাধীনতা ।
চমৎকার কাব্য ।
এটাই চাওয়া
স্বাধীনতা হলো কাঁধে কাঁধ রেখে সামনে এগিয়ে যাওয়া। চমৎকার উপস্থাপন কবি।
ধন্যবাদ মাননীয়া