একগুচ্ছ কবিতা

“তুমি বৃষ্টিতে ভিজে সারা দিন- রাত
নেশা নেশা খেলো
চোখ খোল আর বুঁজো …
উষ্ণ উষ্ণতায় তুমি শুধু নীড়
আর আমি সেই নীড় হারা পাখি —
আমি শুধু তোমাকেই দেখি,
যেখান থেকে চোখের পাতা ছুঁয়ে,
নেমে আসে চিকচিকে নোনা জল
আমি শুধু তোমাকেই ভালবাসি-
তুমি নীড় –
তোমার কবিতাটাই আমি লিখি।”

দুই.
“আকাশের চাঁদ তুমি – নক্ষত্র ও তুমি
আকাশের নীল তুমি-রংধনুটাও তুমি
কাপড়ের বুনন তুমি শিল্পীর কারুকাজ তুমি
সুখের স্বর্গ তুমি আমার পৃথিবী তুমি
আমার নিঃশ্বাস তুমি আমার অনুভূতি ও
তুমি
তুমি আমার সর্ব ইন্দ্রিয় তুমিতে তুমি।”

তিন.
“শুদ্ধ — সুন্দর মুখ, তীক্ষ্ণ নাসিকা
উজ্জ্বল পবিত্র বর্ণ গায়ের রং তার
প্রফুল্ল অধরে হাসি মাখা,
ভাঁজে ভাঁজে রয়েছে যৌবন
কথা আছে তেমনি থাকবে –
যতদিন আমি আছি
সেও থাকবে তেমনি অবিকল।”

চার.
“এই হৃদয় ছুঁয়েছে তোমার হৃদয়
এই ওষ্ঠ বলেছে তোমাকে ভালবাসি
তোমারা আসলে কথা রাখো না …
তোমাদের জন্য সুন্দর হৃদয় তছনছ হয়ে যায়,
দেবী আমি সবসময় তোমার কথা মনে রাখব
মানুষ দূরে চলে গেলে ছায়া থাকে
স্মৃতি থাকে,
ভালবাসা থাকে –
আর কিছু থাকে না
দেবী আমি সত্যি মরে যাব …
আমি মরে যাব শুধু তোমার জন্য।”

পাঁচ.
“এ দেহে প্রাণ দিলে
চোখের ভিতর দিলে কেন তবে
নোনা জল ;
আমাকে দূঃখই যদি দিলে
কেন তবে দুঃখ মোচনের সময় টুকু দিলে না ?
এই যে ভালবাসা দিলে –
আবার তা দু’হাতে কেন কেঁড়ে নিলে ?
দু’চোখে স্বপ্নই যদি দিলে — এঁকে
দু’পা’য় শিকল কেন তবে পরালে ?
বুকে দিলে বিশ্বাসের বীজ …
সে বুকে ছুরি মেরে আবার কেন তবে দিলে ———- যন্ত্রণার বিষের জ্বালা !!”

28.03.2019

7 thoughts on “একগুচ্ছ কবিতা

  1. 'মানুষ দূরে চলে গেলে ছায়া থাকে
    স্মৃতি থাকে, ভালবাসা থাকে – আর কিছু থাকে না।' ___ পরম সত্য কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. পাঁচটি কবিতাই মনে রাখার মতো কবি রানু দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif 

  3. সন্ধ্যেটুকু ভালো হয়ে গেলো কবি বোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. কবিতাগুচ্ছ অন্তর ভিজিয়ে দিলো —- জীবনের জটিল হিসেবে অপ্রাপ্তিগুলো কঠিন যন্ত্রণায় কাতরায়।

    চমৎকার অনুভূতি প্রকাশর  জন্য ধন্যবাদ            

  5. “এ দেহে প্রাণ দিলে
    চোখের ভিতর দিলে কেন তবে
    নোনা জল ;
    আমাকে দূঃখই যদি দিলে
    কেন তবে দুঃখ মোচনের সময় টুকু দিলে না ?

     

    অনেক সুন্দর লিখেছেন,,, বেশ ভালো লাগলো, ,  

মন্তব্য প্রধান বন্ধ আছে।