ফিরে যেতে যেতে বারবার পেছন ফিরে তাকাই
তোমাকে ফিরে পাবার বাহানা খুঁজে বেড়াই,
পুরোনো স্মৃতি, গোধুলী লগ্ন,
রিমঝিম বৃষ্টিতে যেন তোমাকেই খুঁজে পাই ।
অতীতের সব স্মৃতি গুলো আজও আছে রঙিন
কিছু হাসি কান্না, কিছু মান অভিমান
মিশে আছে কবিতার ভাঁজে ভাঁজে,
আজও কিছু অনুভূতি সদ্য ফোঁটা
গোলাপের পাঁপড়ির মত যেন বিধাতার সৃষ্টি
শুধু বদলে গেছো তুমি পাল্টেছে তোমার দৃষ্টি,
কিছুই তো বলার নেই তবুও কেন এই পথ চেয়ে থাকা
এই হৃদয়ের হাহাকার বুকের ভিতর লুকিয়ে রাখা,
সবাই কি জীবনে এমনই ঠকে যায় ?
বিরল মুক্তার বদলে শুধুই একটা কড়ি পায়,
তাই ইচ্ছে করেই দংশিত হলাম আমি,
বিষাক্ত শরীর নিয়ে শুধুই রয়ে গেলাম একাকী,
কিন্তু জানি না কেন এই ঠকে যাওয়াতেই
এক অদ্ভুত আনন্দ,
প্রিয় তোমাকে জিতিয়ে দেবার আনন্দ………..
— ফারজানা শারমিন
জীবনানুভূতির অতি সাধারণ বর্ণনা। কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে কবি।
অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন………..
অপেক্ষা শব্দটিতেও অনুচ্চারিত বেদনা লুকিয়ে থাকে কবি। কবিতা সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন………..
বিষাক্ত শরীর নিয়ে শুধুই রয়ে গেলাম একাকী,
কিন্তু জানি না কেন এই ঠকে যাওয়াতেই এক অদ্ভুত আনন্দ।
বেশ লিখেছেন প্রিয় কবি দি। অনেক অনেক ভাল থাকুন প্রত্যাশা করি।
অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন………….
এই জিতিয়ে দেয়ার আনন্দটুকুও কম নয় বোন ফারজানা শারমিন মৌসুমী।
আসলেই তাই । অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানবেন…………..
এমনই আমাদের জীবন কবি মৌসুমী। কেউ জিতিয়ে কেউ জিতে সুখি হয়।
ঠিক বলেছেন । অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানবেন………….
অসাধারণ কবিতা।
প্রিয় কবিকে শুভেচ্ছা জানাই।
অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন…………
অসাধারণ লেখনী।
অনেক ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন……….