সপ্তর্ষিমণ্ডলের কথা
সব্বাই চলে গেলে
শূন্য প্যান্ডেলে
উড়ে যায় জোনাকির আলো;
টুকিটাকি এঁটো কাঁটা
কুকুরের দঙ্গল
এককোণে আবছায়া কালো।
এইপাশে ওইপাশে
রক্তশূণ্য ঘাসে
দোমড়ানো কথাদের প্রেত;
ফেলে যাওয়া ওড়নায়
সুখী সুখী বুননে
কামুক সময়ের রেত।
একটেরে হল্দে বাল্বের মহিমে
মুছে গেছে
ঝাড়ের জলুস;
সব আলো নিভে গেলে
সব গান শেষ হলে
টক বাসিস্মৃতির কলুষ।
ছন্দের আবহ থাকলেও তোমার কবিতায় আমি সন্দেহ পোষন করি, না জানি আবার হালকা লিখায় সিরিয়াস কিছু ধরে এনেছো কিনা !! আমি যেটা দেখতে পাচ্ছি না অন্যেরা হয়তো ঠিকই বুঝছে। কি জানি। এনিওয়ে থ্যান্কস প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
তোমার প্রতি সম্মান আমার আজন্মকালের প্রিয় ভাই। তুমি যেভাবে ভাববে আমিও তেমন ভাববো।
সব আলো নিভে গেলে সব গান শেষ হলে টক বাসিস্মৃতির কলুষ। ভালো উচ্চারণ।
ধন্যবাদ কবি সুমন আহমেদ।
সমাজ বিচ্যূতি আর স্বাভাবিক চেনা অসংলগ্নতার প্রামাণ্য ছায়াছবি।
শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা।
শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদার লেখা কবিতা সবসময়ই ভালো লাগে।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দাদা।
ধন্যবাদ কবি নিতাই বাবু। শুভ সন্ধ্যা।
মুগ্ধ হয়ে পড়লাম শ্রদ্ধেয় কবি, শুভেচ্ছা জানবেন
ধন্যবাদ কবি সুজন ভাই।
সুন্দর কবি দা
ধন্যবাদ কবি লিটন ভাই।
মুক্তছন্দের কবিতা আমার বেশি পছন্দ। তবে এই লেখার/পদ্যছন্দের এই ধারাটা আমার ভালো লাগে/ভালো লেগেছে! তৃতীয় লাইনে গিয়ে মিলঃ আলো/কালো; প্রেত/রেত —–
বুনন এবং লেখার পরিপক্কতা প্রশ্নাতীত। লেখাটার ভিতর যে ভাব এবং বিদ্রুপ খুঁজে পেয়েছি, তা থেকে মন ভরে সুখ নিলাম। কিছু কিছু শব্দ/উপমা যেমন "রক্তশূণ্য ঘাসে" ভীষণ মুগ্ধ হয়েছি!
যারপরনাই আনন্দিত হলাম ডেজারট ভাই। ভালোবাসা।