সপ্তর্ষিমণ্ডলের কথা

সপ্তর্ষিমণ্ডলের কথা

সব্বাই চলে গেলে
শূন্য প্যান্ডেলে
উড়ে যায় জোনাকির আলো;

টুকিটাকি এঁটো কাঁটা
কুকুরের দঙ্গল
এককোণে আবছায়া কালো।

এইপাশে ওইপাশে
রক্তশূণ্য ঘাসে
দোমড়ানো কথাদের প্রেত;

ফেলে যাওয়া ওড়নায়
সুখী সুখী বুননে
কামুক সময়ের রেত।

একটেরে হল্দে বাল্বের মহিমে
মুছে গেছে
ঝাড়ের জলুস;

সব আলো নিভে গেলে
সব গান শেষ হলে
টক বাসিস্মৃতির কলুষ।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

14 thoughts on “সপ্তর্ষিমণ্ডলের কথা

  1. ছন্দের আবহ থাকলেও তোমার কবিতায় আমি সন্দেহ পোষন করি, না জানি আবার হালকা লিখায় সিরিয়াস কিছু ধরে এনেছো কিনা !! আমি যেটা দেখতে পাচ্ছি না অন্যেরা হয়তো ঠিকই বুঝছে। কি জানি। এনিওয়ে থ্যান্কস প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. তোমার প্রতি সম্মান আমার আজন্মকালের প্রিয় ভাই। তুমি যেভাবে ভাববে আমিও তেমন ভাববো। :)

  2. সব আলো নিভে গেলে সব গান শেষ হলে টক বাসিস্মৃতির কলুষ। ভালো উচ্চারণ।

  3. সমাজ বিচ্যূতি আর স্বাভাবিক চেনা অসংলগ্নতার প্রামাণ্য ছায়াছবি।  

  4. শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদার লেখা কবিতা সবসময়ই ভালো লাগে। 

    শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দাদা। 

    1. ধন্যবাদ কবি নিতাই বাবু। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. মুগ্ধ হয়ে পড়লাম শ্রদ্ধেয় কবি, শুভেচ্ছা জানবেন    

  6. মুক্তছন্দের কবিতা আমার বেশি পছন্দ। তবে এই লেখার/পদ্যছন্দের এই ধারাটা আমার ভালো লাগে/ভালো লেগেছে! তৃতীয় লাইনে গিয়ে মিলঃ আলো/কালো; প্রেত/রেত —–

    বুনন এবং লেখার পরিপক্কতা প্রশ্নাতীত। লেখাটার  ভিতর যে ভাব এবং বিদ্রুপ খুঁজে পেয়েছি, তা থেকে মন ভরে সুখ নিলাম।  কিছু কিছু শব্দ/উপমা যেমন "রক্তশূণ্য ঘাসে" ভীষণ মুগ্ধ হয়েছি!

     

     

    1. যারপরনাই আনন্দিত হলাম ডেজারট ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।