সুরভিত অতীত…….

সুরভিত অতীত……….

অনেকদিন পরে ঝরছে মেঘ হৃদয়ের আকাশে
ঝরছে অশ্রু এ নয়ন তরে
অনেক সাধের স্বপ্ন খুঁজে চলেছে চোখের পান্থশালায়,
সে কোন আলোর মায়া ভরিয়ে গেল হৃদয়ে
সেই ভাঙ্গা স্বপ্ন নিয়ে বুকে,
হেঁটে চলেছি আমি
জানি না কোথায় কিসের সন্ধানে,
জ্বলে কিসের দহনে
সব পুড়েছে কিছুই আর নেই বাকি,
সুরভিত অতীত জানে ওই মিলন বিন্দুর মাঝে রয়েছে
কতো স্বপ্ন কত কাহিনী,
কত রাতের চন্দনময় সুবাস আছে লুকায়ে……

— ফারজানা শারমিন

7 thoughts on “সুরভিত অতীত…….

  1. সরল অনুভূতির প্রকাশে আপনার লিখা গুলোন অনেক বেশী উজ্জ্বল কবি মৌসুমী। … শুভেচ্ছা জানবেন। :)

  2. মেঘ হৃদয়ের আকাশে ঝরছে অশ্রু এ নয়ন তরে। সুখি হোন কবি। আসুন আনন্দকে ভাগ করে নিই।

  3. সুরভিত অতীতও জানে মিলন বিন্দুর মাঝে রয়েছে কতো স্বপ্ন কত কাহিনী। স্বপ্ন গুলো যে বেঁচে আছে, এখনো হারায়নি এতেই খুশি হলাম বোন ফারজানা শারমিন মৌসুমী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. চমৎকার কবি শারমিন আপু

    অনেক শুভেচ্ছা রইল—

মন্তব্য প্রধান বন্ধ আছে।