অচেনা গানের স্বরলিপি

বইমেলার কাপড় ঘেরা স্টলের এককোণায়
অনাথ শিশুর মতো পড়ে আছে তোমার বই
কত আবেগ কত ভালবাসা
কত রাত জেগে জেগে কত কথকতা,
এখন হাফপ্যান্ট পরে থাকা নিশ্চুপ বালক যেন।

ক্লাসের প্রথম বেঞ্চে বসে থাকো তুমি
জানালার ওপাশে মেঘের ভাঁজে ভাঁজে অপলক দৃষ্টি
আকাশপ্রান্তে কোথাও পাঠিয়ে দাও…
কেন?
কোনো কোনো রাত দূরাগত বাঁশি শুনতে শুনতে
একলা চুপি চুপি কাঁদো
ভালবাসা অপমান মেখে কত না বিকেল গড়িয়ে গেল
এই প্রাপ্য ভেবে ভেবে হয়ে গেলে ভাঙাচুরা মারবেল
শিখে নিলে একলা পৃথিবীর একলা জীবন।
আজও তেমন একলা পথিক হেঁটে যাও অচেনা পথে একা একা
কখনো কি ভেবে নাও অচেনা কাব্যকথা কিংবা
কোন্ স্বপ্ন ভরসায় তুলে নিলে সুর একদিন?
সেই সরগম তো কোনো অ্যাকোর্ডিয়ান নয় আজ
তুমি রইলে একা বইমেলার এককোণায় নিশ্চুপ বোবা চোখ
দেখে গেলে মানুষের ভিড় হাসি আনন্দ কলরোল আর
বৃষ্টির ঝিম ঝিম পদরেখায় ফাগুনের আলপনা
অচেনা গানের স্বরলিপি বুকে বেজে হলে খান খান।

(একই শিরোনামে একটি গল্প লিখেছিলাম বছর কয়েক আগে। এই নামে মোট আটটি গল্প নিয়ে একটি বই হতে পারে।

মাহবুব আলী সম্পর্কে

মাহবুব আলী দিনাজপুর, বাংলাদেশ। প্রভাষক। প্রকাশিত বই: ১. অস্তিত্বের পলায়ন (গল্প) ১৯৯২ ২. ছোটগল্পের নির্মাণশৈলী (সাহিত্য ও সাংবাদিকতা) ২০১৮ ৩. অস্তিত্বের পলায়ন (গল্প) (রিভাইজড ভার্সন) ২০১৮ ৪. ভয় (গল্প) ২০১৮ ৫. পিঙ্গল বিকেলের আয়নায় (গল্প) ২০১৮ ৬. অযোগ্যতার সংজ্ঞা (গল্প) ২০১৮ ৭. রাত পাহারা চোখ (গল্প) ২০১৮ ৮. গোপনীয়তার অলিগলি (বড়গল্প) ২০১৮

14 thoughts on “অচেনা গানের স্বরলিপি

  1. হৃদয়ের আর্তনাদ। সম্যক এই উপলব্ধি খুব অচেনা নয় মাহবুব ভাই। সৃষ্টির প্রসব বেদনায় আমিও বেদনাহত হই। শব্দনীড়ে অনেককাল পর আপনার লেখা পড়লাম। আমিও দীর্ঘ বিরতির পর ফিরেছি। আপনিও আসুন। কষ্ট আনন্দ শেয়ার করি। :)

    1. অনেক ধন্যবাদ সুমন আহমেদ। আমি আসলে সময় পাই খুব কম। আর মনও তেমন নাই। তারপরও চেষ্টা করব। মাঝখানে বই নিয়ে ব্যস্ত ছিলাম। আপনি কেমন আছেন?

  2. 'আজও তেমন একলা পথিক হেঁটে যাও অচেনা পথে একা একা
    কখনো কি ভেবে নাও অচেনা কাব্যকথা কিংবা
    কোন্ স্বপ্ন ভরসায় তুলে নিলে সুর একদিন?'

    কথা গুলোন অবাস্তব নয় প্রিয় মাহবুব আলী ভাই। স্বাগতম। :)

    1. আমি জানি শব্দনীড় আমার জন্য অপেন। সময় করে অবশ্যই হাজিরা দেব। আপনি ভালো থাকুন। আপনার মোবাইল নম্বর আগেরটাই আছে তো মুরুব্বী ভাই? শুভকামনা।

  3. অচেনা এ গানের স্বরলিপি আমার অচেনা নয়। খুব খুব চিনি প্রিয় ঔপন্যাসিক। তারপরও ভালো থাকি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনেক অনুপ্রাণিত হলাম কবি। আমি তো উপন্যাস লিখিনি। গল্প কিছু লিখেছি বটে!

  4. অনেক ভালো থাকবেন এই শুভ কামনা রইলো গল্পকার ঔপন্যাসিক এবং কবি দা। 

    1. একজন কবি যতটুকু বোঝেন এবং উপলব্ধি করেন। শুভকামনা কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।