বিদ্যুৎ চাবুকের শপাং এ চমকে ওঠে গম্ভীর কুকুবুরু
শাল মহুলের অপ্রচলিত জঙ্গলে ক্ষীণ সরসর বক্ষচারণে
সফর টেনে চলে গ্রাম্য সরীসৃপ। ভারাক্রান্ত নেশায়
চোখ চর জুড়ে নেমে আসে পাহাড়ী ঘুমের ঝোরা
বিশালত্বের মাঝেও কীটপতঙ্গ হুইস্কির বোতল খুলে বসে
মাটির ঘর খড়ের চালার এক তলা রিসর্ট চুমুক দেয়
কয়েক বছরের পুরোনো দেশি পপের ঝিনচ্যাক নাচে।
স্বপ্নের নীল বর্ডার ধরে ঝমঝম হেঁটে যায় কিশোরী সজারু।
___________________________________________
*অলচিকি ভাষা : কুকু = পাখি, বুরু = পাহাড়। কুকুবুরু = পাখি পাহাড়
স্বপ্নের….. সজারু। দারুণ।
শুভেচ্ছা কবি শংকর দা।
বিদ্যুতের গতির চাবুকের শপাং শব্দের অনুরণন খেলে গেলো মাথার মধ্যে কবি সৌমিত্র।
ভালো বলেছো প্রিয় ভাই।
কবিতাটি বেশ কঠিন মনে হলেও ভাব চক্র কিন্তু আপনার পাদটিকা পড়লে সহজ হয়ে যায়।
হুম কবি সুমন আহমেদ ভাই। একটু শক্ত হয়েছে বৈকি।
স্বপ্নের নীল বর্ডার ধরে ঝমঝম হেঁটে যায় কিশোরী সজারু। বাহ্ ! সুন্দর উপমা। সুন্দর প্রকাশ কবি। শুভেচ্ছা…
শুভকামনা কবি বোন হাসনাহেনা রানু।
শুভেচ্ছা সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা।
অপূর্ব! উন্নত রচনা। শুভেচ্ছা ভরপুর।
ধন্যবাদ প্রিয় কবি অর্ক ভাই।
চমৎকার কবি দা
ভালোবাসা কবি লিটন ভাই।
শব্দের ঝনাৎকার উপভোগ করলাম কবি।
মন্তব্যটি উপভোগ করলাম আনু আনোয়ার ভাই। ভালোবাসা।