আমরা জানি না
দিন কিভাবে বদলায়,
শীতে রং হারানো
গাছেরও যে প্রাণ আছে
তা অস্বীকারে গাছের
কী আসে কী যায়?
ঘুমবিহীন চোখ
ছুটে চলে মানুষ,
শহর থেকে শহর
নগর থেকে নগর,
এখন সময়
রাত্রি দ্বিপ্রহর …
আমরা জানি না
দিন কিভাবে বদলায়,
শীতে রং হারানো
গাছেরও যে প্রাণ আছে
তা অস্বীকারে গাছের
কী আসে কী যায়?
ঘুমবিহীন চোখ
ছুটে চলে মানুষ,
শহর থেকে শহর
নগর থেকে নগর,
এখন সময়
রাত্রি দ্বিপ্রহর …
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ধন্যবাদ।
ছোট অথচ ভালো লিখা। প্রোফাইলের ছবি বদলে গেলো মনে হচ্ছে।
ছোট ছবি আপলোড করুন। বড় ছবিতে চেহারা দেখা যায় না। ছবি ক্রপ করে নিতে পারেন।
শুভেচ্ছা কবি রোমেল আজিজ ভাই।
আপনি বোধহয় ধন্যবাদ লিখতে ভুলে গিয়েছেন শাকিলা তুবা আপা
ধন্যবাদ কবি রোমেল দা।
তারপরের ঘটনা নিশ্চয়ই কবিতায় খুঁজে পাবো। অফুরান শুভেচ্ছা আপনার জন্য।
জীবনের এই ফুটনোট কেবল কবিরাই লিখতে চায় কবিতায় ,
সুন্দর
কবিতার জন্য শুভেচ্ছা জানবেন কবি।