লোকাল বাসের রডে ঝুলে,
মেলায় গেলো ঠেলে ঠুলে।
মাল এক খান তুল তুলে,
পাছাটা বেশ আছে ফুলে।
সাংঘাতিক ভীড় মেলায় এবার,
ব্যপক চেষ্টা সামনে যাবার।
মালের দিকেই নজর তাহাঁর,
ইচ্ছে সামনা সামনি দেখার।
বাতাসে তার উড়ছে চুল,
মালটা সদ্য ফোঁটা ফুল।
আজ বুঝি সে করবে ভূল,
দুই কানেতে ঝুলছে দুল।
মেলা লোকে লোকারণ্য,
মালের নেশায় সে তো বন্য।
শুধু একবার ছোবার জন্য,
চেষ্টা অশেষ হবে ধন্য।
হেলেদুলে হাঁটছে কেমন,
পাছাটায় হাত বুলায় যখন।
ঘুরে সামনে দাঁড়ায় তখন,
চেয়ে দ্যাখে নিজেরই বোন।
দৈনন্দিন এই বাস্তবতা।
অনেক ধন্যবাদ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
আপনার জন্যও শুভকামনা।
বাস্তবতা নিয়ে চমৎকার লিখেছেন।
শুভেচ্ছা জানবেন
অনেক ধন্যবাদ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
এমন কিছুই ঘটা উচিত মনে করি। নিজের আত্মীয় স্বজনের শরীরে হাত না পড়লে শিক্ষা হবে না।
অনেক ধন্যবাদ প্রিয়। শুভ কামনা জানাই সব সময়।
অঘটন একটা ঘটা উচিত। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা কবি বাবু ভাই।
অনেক ধন্যবাদ প্রিয়। শুভ কামনা জানাই সব সময়।
শুভেচ্ছা আপনাকেও প্রিয় দাদা।
কি করণীয় সেটা জানি, প্রয়োগে ভয় পাই আমরা। তবে ইচ্ছে করে …
অনেক ধন্যবাদ প্রিয়। শুভ কামনা জানাই সব সময়।


অনেক ধন্যবাদ প্রিয়। শুভ কামনা জানাই সব সময়।

