হেমন্তের শেষ দিনগুলোতে
জল সবুজ মাঠের রঙ
যেভাবে ধূসর হয়ে যায়,
প্রতিটা প্রাণেরও তেমনি
একটা সময় আসে।
ভরা বর্ষায়ও
থান ইটে চাপা পড়া
ঘাসেরও রঙ বদলায়;
অনেকটা সেভাবেই
বিপাশার পাশে
নিরঞ্জনের গল্প
শুধু হতাশারই!
তবুও অলীক স্বপ্নে
বিভোর নিরঞ্জনকে,
একদিন বললাম –
“প্রতীক্ষা আর অপক্ষা’র
প্রার্থক্য বুঝিস তুই?”
দূরপানে স্থীর চোখে
তাকিয়ে শুধু বললো ;
“হারানো আর না পাওয়ার
মাঝের দেয়াল ভাঙা কি
এতোই সহজ, অরুণ? “
চমৎকার লিখেছেন
ধন্যবাদ…
ধন্যবাদ মি. রোমেল আজিজ। শুভ সকাল।
ধন্যবাদ…
পড়লামকবি রোমেল ভাই। আপনার অনুপস্থিতি ভীষণ ভাবে উপলব্ধি করি। আসুন।
ধন্যবাদ…
নিরঞ্জনের না বলা কথা পড়ে চলেছি কবি রোমেল আজিজ ভাই। ভালোবাসা।
ধন্যবাদ…
অভিনন্দন প্রিয় কবি দা।
ধন্যবাদ…
ভালো চলছে ধারাবাহিকটি।
ধন্যবাদ…