হৃদয় চিত্তে নিঃশব্দের আর্তনাদ

হৃদয় চিত্তে নিঃশব্দের আর্তনাদ

দুঃখ গুলো আগাছার মতো গ্রাস করে মূল বৃক্ষ
কষ্টের কঠিন শেকড় বেয়ে বেড়ে যায় বিষক্রিয়া
পৌঁছে যায় নরম ডালে, কোমল পাতায়
গ্লানির নীল ছায়ায় মরে যায় রোদ্দুর সোনালী বিভা;
জীবনের নিরঙ্কুশ আশা নিয়ে
প্রাণের ভীত সন্ত্রস্ত স্পন্দনে
আমি তবু হাত বাড়াই স্বপ্নের পাণে; যদিওবা
ব্যথিত বৃক্ষ তখনো ডুবে থাকে আকণ্ঠ ক্রন্দনে।

জানি না! কতটা বিষ
কতটা আগুনে অবিমৃষ্য জীবন দংশিত হয়
কতটা অস্থিরতায় ভেঙ্গে যায় মন রক্ষা বাঁধ
কতটা উত্তেজনায় সংসার ফেঁসে যায় অবর্ণনীয় ফাঁদ!

এত্তো দাহ
এত্তো ক্ষয়! জানেনা কেহ
হৃদয় চিত্তে নিঃশব্দের আর্তনাদ
পালিয়ে যাবার পথ নাই! শেকড়ে টানে প্রাণের আকুতি
তবু যদি একটুকু ভালোবাসা পাই! যদি ফেরে শাশ্বত সুর
তবু যদি-
নতুন দিনে নতুন বৃক্ষের শাখায় স্ফুটিত হয় পত্র পল্লব,সুন্দর
একটি সকালের সেই আজন্ম প্রতীক্ষায়।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “হৃদয় চিত্তে নিঃশব্দের আর্তনাদ

  1. সুন্দর এক সকালের সেই আজন্ম প্রতীক্ষায় আমরা সবাই স্যার দাউদুল ইসলাম।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভালো হয়েছে কবিতাটি কবি দাউদ ভাই। শুভ সকাল। 

  3. হৃদয় চিত্তে নিঃশব্দের আর্তনাদেও ভালোবাসা কবি দাউদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. প্রত্যাশা আছে জন্য জীবন ভাল লাগে। শুভকামনা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. নতুন দিনে নতুন বৃক্ষের শাখায় স্ফুটিত হয় পত্র পল্লব,সুন্দর
    একটি সকালের সেই আজন্ম প্রতীক্ষায়। শুভকামনা কবি ডা. দাউদ ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।