অনুভবে কাছে আছি বোঝাতে পারলেই ভালোবাসা হয়

আদর মানেই কাম নয়
গালে হাত বুলালে
মাথায় হাত রাখলে
বুকে জড়িয়ে রাখলে
কিংবা শুধু ছুঁয়ে থাকলেই আদর হয়
অনুভবে মন ছুঁয়ে থাকাই আদর,
কেও পারে, কারো শরীর লাগে;
আচ্ছা!
আমরা কতদিন শরীরে শরীরে আদর করেছি রে?
তুই’ই বল না!
তোকে কি কম আদর করি?

ভালোবাসা মানেই শরীর নয়
দূরে থেকেও কাছে থাকা যায়
দূরে থেকেও ভালোবাসা যায়
অনুভবে কাছে থাকলেও ভালোবাসা হয়
অনুভবে কাছে আছি বোঝাতে পারলেই ভালোবাসা হয়;
কেও পারে, কারো শরীর লাগে;
আচ্ছা!
আমরা কতদিন শরীর দিয়ে ভালোবেসেছি রে?
তুই বল তো!
তোকে কি কম ভালোবাসি?

তুই আমাকে ভরিয়ে রাখিস আদরে আদরে
অনুভবে আর অনুভবে
আমি তোকে জড়িয়ে রাখি ভালোবাসায় সোহাগে
অনুভবে আর অনুভবে;

কাম?
সে তো শরীর জুড়োলেই শেষ হয়ে যায়;

ভালোবাসা!
কখনো ফুরোয়?

8 thoughts on “অনুভবে কাছে আছি বোঝাতে পারলেই ভালোবাসা হয়

  1. দূরে থেকেও কাছে থাকা যায় …
    অনুভবে কাছে থাকলেও ভালোবাসা হয়;
    অনুভবে কাছে আছি বোঝাতে পারলেই ভালোবাসা হয়।

    যোগের যোগফল তৈরী করে দিয়েছেন প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. যোগের কোন যোগফল হয় না ভাই
      আমার কথার কোন মাথামুন্ডু নাই :( 

       

  2. খুব ইচ্ছে করে এমন লিখা লিখতে। আপাতত সম্ভব নয়। আগে আপনার লিখা পড়ে নেই। :)

    1. কি যে কইন না ভাই!

      লইজ্জা পাই 

  3. ভালোবাসা ভালোবাসা কবি যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ভালোবাসা আপনাকেও দাদা 

       

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।