আমি মৃত্যুকে দেখেছিলাম সেইদিন,
দাঁড়িয়ে ছিল সে একাকী বিমর্ষ হয়ে ।
কৌতুহলী চোখে দেখছিল দাঁড়িয়ে
রাস্তার পাশের ভাঙা ডাস্টবিনের ধারে,
ময়লার স্তূপ ঘিরে থাকা
বেওয়ারিশ কাক আর কুকুরগুলোকে ।
দেখছিল সে নীল ডুমো মাছির ডানায়
উড়ে চলা জীবাণুর নাচন,
নিয়ে একচিলতে বাঁকা হাসি
ঠোঁটের কোনে ।
হঠ্যাৎ চোখে পড়ল তার,
কাক-কুকুরের টানা হেঁচড়ায়
ছেঁড়া পলেথিন হতে,
বেড়িয়ে থাকা এক
নবজাতকের হাত !
স্তব্ধ হয়ে গেল মৃত্যু তখন,
ভাবতে পারছিলনা সে কখন
এসেছিল ঐ শিশুর কাছে ?
মৃত্যুর চোখে মৃত্যুর ছায়া পড়ে,
ভেসে আসে প্রশ্ন সঙ্গোপনে-
“আর কত বলী হবে নিষ্পাপ শিশু,
এই সভ্যতার, চরম অসভ্যতার ?”
কবি রোমেল আজিজের কবিতায় সবসময়ই স্বতন্ত্রতা থাকে। ভালো লাগে পড়তে।
বাহ, বেশ ভাল লিখেছেনতো
অসভ্য সভ্যতায় আমাদের নিত্য সহবাস রোমেল ভাই।
“আর কত বলী হবে নিষ্পাপ শিশু, এই সভ্যতার, চরম অসভ্যতার ?”
রিপিট করলাম কথা গুলোন। কেননা অসম্ভব সত্য এই বাক্য।
সুন্দর।
ভাল লিখেছেন প্রিয় কবি দা।