মডার্ন লাইফ

মামার সামনে মামী ডাকে
একলা পেলে ভাবী,
চারিদিকে কত কিছু
ঘটছে হাবিজাবি।

মামী কিন্তু কম যায়না
যখন একা হয়,
কুটুস করে ভাগ্নের ফোনে
মিস কল মেরে দেয়।

কি যে হল এই সমাজে
ভাবতে অবাক লাগে,
চামড়া ঝুলে গেছে তবু
আটা ময়দা মাখে।

বাহান্ন আটান্ন বয়স
হয়ে গেছে যার,
খালা বলে ডাকলে তাকে
মান থাকেনা আর।

বাধ্য হয়ে আপু কিংবা
ম্যাডাম ডাকতে হয়,
লোকজনে এটাকে নাকি
মডার্ন লাইফ কয়।

12 thoughts on “মডার্ন লাইফ

  1. কি যে হল এই সমাজে ভাবতে অবাক লাগে !! সঠিক বলেছেন মি. নূর ইমাম শেখ বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif

  2. ঠিক তাই। বেশ লিখেছেন কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।

       

  3. চারিদিকে কত কিছু ঘটছে হাবিজাবি। সত্য বলেছেন কবি বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয়জন। শুভ কামনা সব সময়।

      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_negative.gif

  4. অস্ট্রেলিয়ায় তো নাম ধরে না ডাকলে মাইন্ড করে । এতে দোষ নেই । 

    কিন্তু বাকীগুলান ফেসবুক আর ডিজিটাল বাস্তবতা । যা একসময় আড়ালে করেছে এখন সম্মুখে করে । 

    1. খুটিনাটি অসঙ্গতি। এগুলো আজকাল প্রচলন হয়ে গেছে। তাঁর পরও বেমানান লাগে কোন কোন ক্ষেত্রে।

      ভালো থাকুন প্রিয়জন। শুভকামনা সব সময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।