বুকের ঠুমরী করে যায় আর্তনাদ!

অরণ্যের বুক বেয়ে নেমে আসে কালনাগ,
একটি ছোবলের অপেক্ষায় উন্মত্ত আমি
নির্জন অন্ধকারে দাঁড়িয়ে ক্ষুধার্ত সিংহ
মুখের গ্রাস হবার অপেক্ষায় ঠায় চৈতন্য চিত্ত!
অসীম কান্নার গুমরে মাতাম…
জল শূন্য চোখ
বিষের নেশায় বুকের ঠুমরী করে যায় আর্তনাদ!!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

12 thoughts on “বুকের ঠুমরী করে যায় আর্তনাদ!

  1. বেদনাময় কবিতা প্রিয় স্যার। শুভেচ্ছা থাকবে অনেক ভালো থাকবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এতো দুঃখ কেন ডাক্তার কবি !! :)

  3. জল শূন্য চোখে
    বিষের নেশায় বুকের ঠুমরী করে যায় আর্তনাদ!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

  4. ঠুমরী করে যায় আর্তনাদ! কেমন আছেন কবি দা !! 

  5. ভালোবাসা ভালোবাসা ভালোবাসা কবি দাউদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।