অরণ্যের বুক বেয়ে নেমে আসে কালনাগ,
একটি ছোবলের অপেক্ষায় উন্মত্ত আমি
নির্জন অন্ধকারে দাঁড়িয়ে ক্ষুধার্ত সিংহ
মুখের গ্রাস হবার অপেক্ষায় ঠায় চৈতন্য চিত্ত!
অসীম কান্নার গুমরে মাতাম…
জল শূন্য চোখ
বিষের নেশায় বুকের ঠুমরী করে যায় আর্তনাদ!!
12 thoughts on “বুকের ঠুমরী করে যায় আর্তনাদ!”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেদনাময় কবিতা প্রিয় স্যার। শুভেচ্ছা থাকবে অনেক ভালো থাকবেন।
বিনিম্র সালাম ও ধন্যবাদ জানিবেন স্যার।
বেদনা উপশমের দোয়া কামনা করছি।
চমৎকার কবি দা
অনেক ধন্যবাদ ও ভালবাসা নিন প্রিয়..
এতো দুঃখ কেন ডাক্তার কবি !!
সুখের লড়াইয়ে দুখের বেসাতি আপু..
দোয়ায় স্মরণ রাখবেন।
শ্রদ্ধাপূর্ণ সালাম রইলো …
জল শূন্য চোখে
বিষের নেশায় বুকের ঠুমরী করে যায় আর্তনাদ!!
গভীর ভালবাসানিন প্রিয় কবি
ঠুমরী করে যায় আর্তনাদ! কেমন আছেন কবি দা !!
বেশ ভাল আছি দিদি
আপনিও ভাল আছেন নিশ্চই… প্রীতিও শুভেচ্ছা জানবেন ।
শুভেচ্ছা
ভালোবাসা ভালোবাসা ভালোবাসা কবি দাউদ ভাই।
ভালবাসা নিন প্রিয় কবি অনেক ভালবাসা….