মৃত্যুর অপেক্ষায় জীবন দেখি ভাবলেশহীন শূন্য চোখে

মনে কর কোন একরাতে পুরো শহর জুড়ে লোডশেডিং
আকাশে চাঁদ নেই সে রাতে
কোন তারাও জ্বলছে না মেঘলা আকাশে
আচ্ছা! ঘুম কি এতটা অন্ধকার হয়?
মৃত্যুর মত গাঢ় কালো ঘুম;
এমন গাঢ় কালো রাতে কোথায় খুঁজবি আমাকে?
অন্ধকারে কি সাদা কাফন দেখা যায়?
তবে তো খুব সহজেই পেয়ে গিয়েছিস আমায়;
কে আর চায় কবর খুঁড়তে?

মৃত্যুর কথায় চমকে উঠলি?
আরে সে তো নিয়তি!
তোর আমার আর সবার………
তুই কি অনেক দিন বেঁচে থাকবি?
অনন্তকাল?
অত দিন বেঁচে কি হবে?
চামড়া ঝুলে বুড়ো থুত্থুড়ে হয়ে বেঁচে থাকা
পরমুখাপেক্ষী হয়ে,
ও আমার কম্ম নয়;

খুব শিগ্রী কোন এক ঘন কালো অন্ধকার রাতে
আমি ঠিক ঘুমিয়ে পড়ব
গাঢ় অন্ধকার ঘুমে,
আজ
কাল
কিংবা পরশু,
কে জানে কবে?

আমি মৃত্যুর অপেক্ষায় জীবন দেখছি
ভাবলেশহীন শূন্য চোখে,
শূন্য চোখ পড়তে জানিস?
কোন এক মৃতের চোখ দেখে নিস,
মিল পেয়েছিস?

এবার তুই ঠিক শব চিনতে পারবি
হেঁটে বেড়ানো চলন্ত শব;
একদিন তোরা ঠেলে ফেলে দিবি সাড়ে তিন হাত মাটির গর্তে
শব ঘুমিয়ে গেলে।

5 thoughts on “মৃত্যুর অপেক্ষায় জীবন দেখি ভাবলেশহীন শূন্য চোখে

  1. শিরোনাম এবং কবিতার প্রেক্ষাপট অসাধারণ।

  2. মৃত্যুর অপেক্ষায় জীবন দেখি ভাবলেশহীন শূন্য চোখে। অসাধারণ জীবনবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. অসাধারণ কবি যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।