একসময় খুব ভালোবাসতাম তোকে,
ভালোবাসতাম কি?
তবে ঘৃণার কথা বলি কেন?
জনে জনে;
আজ মুখের বুলি তোকে ঘৃণা করি,
করি কি?
তবে মন পোড়ে কেন?
ক্ষণে ক্ষণে;
যখনই বৃষ্টি হয়
যখনই জ্যোৎস্না দেয়
যখনই মন একলা
তখনই তোর কথা মনে হয় আর মন কেমন করে,
এরে কি ভালোবাসা কয়?
যখনই চিড়বিড়ে রৌদ্র ওঠে
যখনই প্রচণ্ড গরম ছোটে
যখনই মানুষের সমুদের গা ঘেঁষা অনেক ভীর
তখনই মন তিক্ত তোতে তোতে,
একে কি ঘৃণা বলে?
এই যে এত যে ঘৃণা মনে মনে
– তবুও কিছু দিন তোর খবর না পেলে বড্ড মন কেমন করে
– তোর খারাপ কিছুর আশংকায় সারাক্ষণ মন কেমন করে
কিছু কিছু দিনগুলোতে তো আমি হারিয়ে যাই কোথায় জানি!
– আমাদের প্রথম দেখা হওয়ার দিন
– যেদিন তোকে প্রথম ভালোবাসার কথা বলেছিলাম
– যেদিন তোকে প্রথম চুমু খেয়েছিলাম
– তোর জন্মদিন কিংবা আমার জন্মদিনে
খুব, খুব ইচ্ছে করে তোর সাথে কথা বলতে
খুব ইচ্ছে করে তোকে আরেকটা বার ছুঁয়ে দেখতে
খুব ইচ্ছে করে বুকের ভেতর চেপে ধরতে
পর মুহূর্তেই
– ঐ যে বিচ্ছেদের দিনটার কথা মনে হয়!
সব মন কেমন করা বিবমিষায় পরিণত হয়,
তুই ভালোবাসতে বাসতে দিয়ে গিয়েছিস ঘৃণা
অথচ দেখ!
আমার মনের ঘৃণার মেঘেও মাঝে মাঝে ভালোবাসার বৃষ্টি ঝরে
তোর কথা মনে হলে;
আচ্ছা ভালোবাসা কি তবে ঘৃণা?
নাকি ঘৃণার মাঝে লুকানো থাকে ভালোবাসা?
জবাব খুঁজে পাই না;
কিছু কিছু সময় তোর কথা মনে হলেই কেমন যেন মন বিবমিষা
মনের কোথায় জানি মেঘ হয়ে ভেসে বেড়ায় ঘৃণা,
আর বাকিটা সময় মন কেমন করা মায়া
আর তোতে তোতে ভালোবাসা;
মনের মাঝে কি অদ্ভুত এক লাল আর নীলের সংমিশ্রণ
ভালোবাসা আর ঘৃণার,
তবুও মন কিন্তু সারাক্ষণই তোতে, তোতে
ঘৃণা আর ভালোবাসাতে জড়াজড়ি হয়ে।
ঘৃণার ভেতর লুকিয়ে থাকা ভালোবাসার শক্তিকে অস্বীকার করতে পেরেছে কে, কবে?
আমি তো পারি নি,
তুই পেরেছিস?
'ঘৃণার ভেতর লুকিয়ে থাকা ভালোবাসার শক্তিকে অস্বীকার করতে পেরেছে কে, কবে?
আমি তো পারি নি।'
ভলেোবাসার শক্তিকে অস্বীকার করার কোন পথ নেই। শুভেচ্ছা মি. যাযাবর জীবন।
কি জানি ভাই!
বুঝি না
সরল মুগ্ধতা জানবেন ভাই।
ধন্যবাদ ভাই
মারাত্মক আপনার অনুভূতির প্রকাশ। ভালোবাসা যাযাবর ভাই।
ধন্যবাদ দাদা
সুন্দর কবিতা।
ধন্যবাদ রিয়া