নীল পাখির গানের মতো
পড়ন্ত দুপুরের নীল পাখির গানের মতো
তুমি এসেছিলে আমার জীবনে।
তারপর লেগস্পিন বলের মতো আকস্মিক বাঁক নিয়ে
আঘাত হানলে আমার হৃদয় উইকেটে,
উপড়ে দিলে আমার ভালোবাসার মিডিল স্ট্যাম্পটি।
কিন্তু সাবধান!!!
তুমি যখন সমুদ্রের বেলাভূমিতে বায়ু পরিবর্তনে যাবে,
নীল সমুদ্রের সৌন্দর্যের মতো
আমিও ঢুকে পড়বো তোমার হৃদয়ে,
শুরু হবে সেকেন্ড ইনিংস এর খেলা।
তীরে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের মতো
তীব্র ইন সুইং বলের মতো দ্রুত বাঁক নিয়ে
যেকোনো মুহুর্তে আঘাত হানবো
তোমার হৃদয়ের বাম অলিন্দে।
অদ্ভুত সুন্দর কবিতা। আপনার ভূয়শী প্রশংসা আমি বরাবরই করি মি. ইলহাম। শুভেচ্ছা।
সাহসী সুন্দর স্বতন্ত্র ধারার কবিতা প্রিয় কবি ইলহাম দা। বেশ।
প্রচ্ছদের সাথে কবিতাটি দারুণ মানিয়েছে কবি ইলহাম ভাই। ভলোবাসা।
ভালো লিখেছেন ইলহাম ভাই। আপনার লিখা ঠিকই পড়ি আপনাকে ব্লগে দেখি না।
এইভাবেই চলু, লেখার মাঝে খেলার ছলে মনের কথা বলা। ভালো লিখেছেন শ্রদ্ধেয় দাদা।
শুভেচ্ছা কবি ইলহাম ভাই।