আড়াল

আড়াল

সুখের ভঙ্গুর সময়
দু হাতে আকাশ ধরি
তার একটু নীচে
মেঘেদের ঘর বাড়িতে
নিত্য আনাগোনা
কুমারের মত মাটি ঘেটে ঘেটে
বুঝলাম…
আড়াল কোন সহজ কাজ নয়।

সূদীর্ঘ স্বপ্ন গুলো
দুই হাতে ঝাঁপি বন্ধী করে
সমস্ত বনানীতে খুঁজলাম
শুকনো পাতা হয়ে
সাগরের জল হৃদয় দিয়ে
উল্টে পাল্টে দেখলাম
পাথর গুলো ধূলার মত
ভেঙ্গে ভেঙ্গে দেখলাম,
না এ ভাবে হয় না

জীবন খোঁজা
পুরনারী অন্তরালে
আমিতো আড়াল হতে পারি না।

6 thoughts on “আড়াল

  1. 'মেঘেদের ঘর বাড়িতে নিত্য আনাগোনা
    কুমারের মত মাটি ঘেটে ঘেটে বুঝলাম… আড়াল কোন সহজ কাজ নয়।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ছোট ছোট শব্দ কথায় সুন্দর কবিতা প্রিয় মন দা। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. জীবনের ব্যাবচ্ছেদ ঘটিয়েছেন প্রিয় খেয়ালী ভাই। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. কবিতায় সম্মান খেয়ালী মন ভাই।

  5. শুভেচ্ছা কবি খেয়ালী মন ভাই। :)

  6. আড়াল হচ্ছে সুখের ভঙ্গুর সময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।