নিত্য পথে প্রান্তরে-২

প্রায়ই দেখি মায়ের কোলে বা পাশে বসে এমনি করেই জীবনের সাথে যুদ্ধ করার কৌশল শিখে নিচ্ছে এই ক্ষুদে ভবিষ্যত যোদ্ধারা। আজ তাদের থাকার কথা ছিল নরম কোন বিছানায় এবং স্কুলে কিন্তু নিয়তি তাদের দিয়ে কি সুন্দর করে আমার এই লেখার বিষয় জুটিয়ে দিয়েছে-

14 thoughts on “নিত্য পথে প্রান্তরে-২

  1. পথে প্রান্তরে এমন কত শত দুঃখ গ্লানির ভীড়। খোলা চোখেই ধরা পড়ে বন্ধু।

  2. পথের ধারে নাম হারা ফুল ফোটে কতো রাত্রি দিনে যে তারে চিন্তে পারে দাম দিয়ে তারে কিনে। জীবন চলছে খালিদ ভাই। 

  3. জীবনের সাথে যুদ্ধ করার কৌশল শিখে নিচ্ছে এই ক্ষুদে ভবিষ্যত যোদ্ধারা। :(

  4. শ্রম বিক্রীর এই সব দৃশ্য মনে কষ্ট বাড়িয়ে দেয় খালিদ দা। 

  5. থাকার কথা ছিল নরম কোন বিছানায় এবং স্কুলে …কিন্তু নিয়তি। :(

  6. ওদের ভাগ্য বদলাতে হবে ভাই। ধীরে ধীরে একজন দুজনের দায়িত্ব আমাদের নিতে হবে। 

  7. আসুন ওদের জন্য কাজ করি। পুনর্বাসনের। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।