ও মেয়ের মন বড় বিচিত্র

ও মেয়ের মন বড় বিচিত্র, কখনো যুদ্ধে মারনাস্ত্র,
হতে পারে রেগে কুরুক্ষেত্র, শুধু নয় রণসাজ সশস্ত্র।
ও মেয়ের হাত হতে পরিত্রাণ, পাবেনা সে হোক যত বুদ্ধিমান,
সব ব্যপারেই সে সন্দিহান, সেই এই জগতের স্পন্দন।
নিজেকে করতে জানে সমর্পণ, দিতে পারে সব সুখ বিসর্জন,
বুক জুড়ে থাকে তার আস্ফালন, কষ্ট সয়েও করে সমর্থন।

ও মেয়ের ছোঁয়াতে স্বর্গবাস, অভিশাপে হতে পারে সর্বনাশ,
কখনো করোনা তাকে উপহাস, হতে পারে নিষ্ঠুর পরিহাস।
ও মেয়ে করে শুধু প্রহসন, রাজ্য না চায় শুধু সিংহাসন,
ভালোবেসে করো তারে সম্বোধন, সে ছাড়া একাকী নির্বাসন।
ও মেয়ে সব কাজে অন্তরায়, বিচ্ছেদে যায় বুক ভেংগে যায়,
তার প্রিয় হওয়া কভু সস্তা নয়, নির্ভয়ে প্রাণ বাজি রাখতে হয়।

ও মেয়ের গর্ভে জন্ম সবার, সে ছাড়া পৃথিবী অন্ধকার,
স্বপ্ন থাকে যদি স্বর্গে যাবার? খুঁজে পাবে যেন পার তলে তার।
ও মেয়ের আত্মার আত্মীয়, খুঁজে পাবে মহাসুখ স্বর্গীয়,
হতে পারে সে অতি নমনীয়, দিতে পারে যন্ত্রণা অসহনীয়।
ও মেয়ের জন্যই ধ্বংসলীলা, যুদ্ধ বিগ্রহ আর বিশৃঙ্খলা,
সত্য লুকিয়ে রেখে মিথ্যে বলা, আমরণ সয়ে যাওয়া অবহেলা।
ও মেয়ে ঘৃনা করে দারিদ্র্য, আর ভালোবাসে সৎ চরিত্র,
ও মেয়ে মার জাত পবিত্র, ও মেয়ের মন বড় বিচিত্র।

12 thoughts on “ও মেয়ের মন বড় বিচিত্র

  1. অনেক সুন্দর লিখেছেন, , শুভেচ্ছা জানবেন ।    

    1. ভালোবাসা জানবেন মিঃ সুজন। ভালো থাকবেন।

  2. অদ্ভুত সাধারণ কবিতার সাবজেক্ট মি. নূর ইমাম শেখ বাবু। ধন্যবাদ। :)

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয় মুরুব্বী।

    1. অফুরান ধন্যবাদ মিঃ আহমেদ। ভালো থাকুন সব সময়।

       

    1. শুভ কামনা দিদি আপনার জন্য।

  3. ও মেয়ে মার জাত পবিত্র, ও মেয়ের মন বড় বিচিত্র। ভালো থাকুক মেয়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অফুরান ধন্যবাদ জানাই আপনাকে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।