বার বার চলে যায়,
বার বার ফিরে আসে।
প্রত্যাবর্তনের পথে সেঁদো মাটির গন্ধ
নিয়ে শালিকের ঠোঁটে ঝুলে থাকে সূর্যাস্ত।
দিন মাস বছর পিপুলের পাতায় হিসেব কষে
লাল রঙের ফড়িং হয়ে উড়ে যায় উনুনের পথে।
বার বার চলে যায়,
বার বার ফিরে আসে।
ধুলোমাখা পোশাক,উষ্কখুষ্ক চুল।চৌকাঠে ঝুলানো
মলিন চিঠি।অস্থির মন স্থির প্রকৃতি বিরহ গন্ধ শুকে।
ফেরা না ফেরার প্রত্যয়ে ঝিনুকের বুকে সমুদ্র লুকিয়ে
রাখে।মিলনের সুখে যদি চোখের জল শুকিয়ে যায়।
১৩/০৬/১৯
ঈদ বিরতির পর আপনার কবিতা পড়লাম মি. পথিক সুজন। বরাবরের মতো সুন্দর।
অনেক অনেক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
কবিতায় চমৎকার প্রয়াস কবি পথিক সুজন। শুভেচ্ছা রইলো।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
কিছুকাল পর আপনার লেখা পড়লাম প্রিয় কবি দা।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
কবি দিদি
ভালোবাসা কবি পথিক ভাই।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় প্রিয় কবি
অভিনন্দন কবি।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় প্রিয় কবি
চলুক কবিতা।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি