নীলপাখিকে উড়ো চিঠি ১৭

জার কুয়াশা ঘিরছে আমায় জমজমিয়ে
বাতুল সময় গা বাঁচিয়ে এগিয়ে চলে,
নীলপাখি তুই এক্কেবারেই থাক লুকিয়ে
কশেব্রুহীণ জন্তু ঘুরছে দলে দলে।

তোর জন্যে বড্ড আমার চিন্তা যে হয়
একাই ফিরিস-একাই ঘুরিস ধুমপাহাড়,
দৈত্যমাতা দিতির চোখে রোদ ঝলসায়
তোর যে কিছু হলে আমি বাঁচব না আর।

ঝুঠা দিলাসার কিংখাবটা থেকেই যে যায়
মৎস্যগন্ধা যোনীর খোঁজে ঘুরছে পশু,
সন্ধে হলেই ফিরবি কিন্তু আকাশলতায়
নীলপাখি ঐ শ্বাপদ-দাঁতে তুই যে শিশু।

অগ্নিশূন্য ক্ষত্রিয়দের নিরম্বু বাস
বাজ ঈগলের অভাব তো নেই রক্তাকাশে,
খেউড় শুনে শুকিয়ে কালো কস্তুরী ঘাস
বিধুর আমি কাটাই প্রহর ভাবনা বাসে।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

12 thoughts on “নীলপাখিকে উড়ো চিঠি ১৭

  1. নীলপাখিকে উড়ো চিঠি’র ধারাবাহিকটি যথেষ্ঠ জনপ্রিয় একটি সিরিজ বলে আমার কাছে মনে হয়েছে। একসময় শব্দনীড় এ নিয়মিত প্রকাশিত পেতো।

    ধারাবাহিকের অন্যান্যরা হারালেও চলতি পর্বটি পড়ে স্মৃতি মনে পড়লো সৌমিত্র। :)

    1. অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই। পাশে থেকো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. আপনার সমস্ত লেখাই আমার আত্মার খোরাক। কিন্তু ঈদ আর নিজের সাংসারিক ঝামেলার কারণে আপনার কয়েকটা লেখা আমি মিস করে ফেলেছি, শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা। আশা করি আমি এখন ঝামেলা মুক্ত! আপনাকে শুভেচ্ছা। 

    1. তাতে ক্ষতি নেই দাদা। সময় করে পড়ে নিলেই খুশি হবো। কৃতজ্ঞতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. অনেক ভালো লাগলো প্রিয় কবি দা,,

    শুভেচ্ছা জানবেন।    

    1. ভালোবাসা প্রিয় কবি পথিক সুজন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. সুন্দর কবিতা কবি সৌমিত্র চক্রবর্তী। 

    1. ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ভালোবাসা আবু সাঈদ আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।