যে পথে আমি যাইনি
যে পথ আমি আজও চিনিনি ;
অথচ সে পথের ওপারেই সফলতা ছিলো।
যে পথে আজ চলছি
সে পথেই পথ হারিয়ে ফেলেছি ;
কারন এই পথটা কখনোই আমার ছিলনা।
যে পথে যাবো ভেবেছি
কাঁটা দেখে ফিরে চলে এসেছি ;
অথচ সে কাটা আমার জন্য আশীর্বাদ ছিলো।
যে পথ আমার যোগ্য না
সে পথটাই আজ আমার চেনা ;
কিন্তু সেই চেনা পথই আমাকে দিকভ্রান্ত করছে।
যে পথ আমার যোগ্য না
সে পথটাই আজ আমার চেনা ;
কিন্তু সেই চেনা পথই আমাকে দিকভ্রান্ত করছে।
সার্বিক ভাবে অনেক অনেক ভালো থাকুন মি. মোস্তাক। শুভ সকাল।
পথ হোক স্বস্তির। পথ হোক প্রশান্তির। পথ হোক নিরাপদ। শুভকামনা কবি।
এক রাশ শুভকামনা প্রিয় কবি দা। আশীর্বাদ করি অনেক ভাল থাকুন।
আমার এই পথ চলাতেই আনন্দ মোস্তাক ভাই। ভালোবাসা।
ঈশ্বর আপনাকে ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন ভাই।
পথের কবিতা।