মায়ের কোলে শান্তি

ফুল ফুলগাছেই শোভা পায়!
ফলের শোভা গাছে।
সন্তানের শোভা মায়ের কোলে,
সেখানে স্বর্গসুখ আছে!

মায়ের কোলে নেই ভয়,
নেই আতঙ্কের ছোঁয়া!
সেখানে নিরবিচ্ছিন্ন নিরাপদ, সুখ,
শান্তিময়, ভালোবাসা, মায়া।

মায়ের কাছে সন্তান যেমন,
সাত রাজার ধন!
সন্তানের কাছে মা-ও তেমন,
স্বর্গের দেবতার মতন।

ছবিতে আমার মেয়ে ও তাঁর আদরের ছোট ছেলে শ্রী প্রিতম বিশ্বাস।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

15 thoughts on “মায়ের কোলে শান্তি

  1. আপনার সন্তান মানে আমাদেরও সন্তানতূল্য। মেয়ে ও তাঁর আদরের ছোট ছেলে শ্রী প্রিতম বিশ্বাস এর জন্য বুক ভরা ভালোবাসা। ভালো থাকুক। 

    1. ওদের জন্য সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। আপনিও ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি সুমন দাদা।

  2. সন্তানের শোভা মায়ের কোলে,
    সেখানে স্বর্গসুখ আছে! ____ নিশ্চয়ই মি. নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ওরা থাকে গোপালগঞ্জ। আর আমি থাকি থাকি নারায়ণগঞ্জ। এতো দূরত্বের মাঝেও ওরা যেন সবসময় আছে আমার চোখের সামনেই। কারণ, এই মেয়েই আমার একমাত্র মেয়ে। সকলের আশীর্বাদ প্রার্থনা করছি শ্রদ্ধেয় কবি দাদা।

  3. মেয়ে এবং নাতীর জন্য ভালোবাসাময় ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ওদের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি, শ্রদ্ধেয় কবি দাদা।

  4. মা এবং সন্তানের সম্পর্ক পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। নাড়ি ছেঁড়া বাঁধ ভাঙ্গা ভালোবাসার। 

    1. ওদের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি শ্রদ্ধেয় কবি রিয়া দিদি।

  5. মায়ের কাছে সন্তান যেমন,
    সাত রাজার ধন!
    সন্তানের কাছে মা-ও তেমন,
    স্বর্গের দেবতার মতন।

    নিতাই দা,
    খুবই সত্যি কথা । খুবই সুন্দর কবিতা । 

     

    1. ওদের জন্য আশীর্বাদ আশীর্বাদ প্রার্থনা করছি।

  6. চিরসত্য কথা কিন্তু বর্তমান বৃদ্ধ বাবা মা সন্তানের কাছে স্বর্গময় হয় না

    দোয়া রাখি তারা যেনো স্বর্গময় সুখ পায়—— কবি দা

    1. আমার মেয়ে, নাতি, নাতিনদের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি।

  7. দুজনের জন্য ভালোবাসা জানিয়ে গেলাম দাদা। ভালো থাকুক ওরা।

  8. লিখাটি পড়ে মায়া লাগলো। ওদের জন্য দোয়া করি। 

  9. জীবনের চিরন্তন দিক এটা kiss

মন্তব্য প্রধান বন্ধ আছে।