এই বাংলায় আসতে চাই

এই বাংলায় আসতে চাই

যদি আবারো একটি জন্ম পাই
তবে অ্যান্ড্রোমিডা বা ট্রায়াংগুলাম নয়
এই মিল্কিওয়েতে আসতে চাই।

যদি আবারো একটি জন্ম পাই
তবে মঙ্গল, বৃহষ্পতি না ইউরেনাস নয়
এই পৃথিবীতে আসতে চাই।

যদি আবারো একটি জন্ম পাই
তবে ইউরোপ, এমেরিকা বা অষ্ট্রেলিয়া নয়
এশিয়াতেই আসতে চাই।

যদি আবারো একটি জন্ম পাই
তবে জাপান, কোরিয়া বা কুয়েত নয়
এই বাংলাদেশে আসতে চাই।

এই বাংলার মেঠো পথ ধরে
অবুঝ সবুজ ঘাসের নির্জন প্রান্তরে
থেমে থাকা অলস দুপুরের পুকুরের পাঁড়ে
জমে থাকা শিউলি ফুলের ঝিলের ধাঁরে
সুদূর বহুদূর অনেক দূরের পার্বতীপুরে
বসে থাকবো আমি পার্বতী আসবে বলে
মেহেদি রাঙা হাতে হাত দুটি ধরবে বলে।

সেরিজ রঙের শাড়ির আঁচল নামিয়ে দিয়ে
জড়িয়ে ধরবে আমায় বুকের সাথে বুক লাগিয়ে
দুচোখে আমার ভালোবাসার চুম্বন এঁকে দেবে বলে
বসে থাকবো আমি পার্বতী আসবে বলে।।

এই বাংলার নির্জন মধ্য রাত্রিতে
তীব্র গর্জনে বর্ষার অঝোর বৃষ্টিতে
স্ট্রীট-লাইটের আলো-বৃষ্টি দেখবো বলে
জানালার কাঁচ বৃষ্টিতে ঝাপসা হবে বলে।

যদি আবারো একটি জন্ম পাই
না, আর কোথাও নয়
এই বাংলায় আসতে চাই।।

13 thoughts on “এই বাংলায় আসতে চাই

  1. যদি আবারো একটি জন্ম পাই
    না, আর কোথাও নয়, এই বাংলায় আসতে চাই।

    অসাধারণ আপনার দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা। শুভ সকাল মি. ইলহাম।

    1. শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা প্রিয় মুরুব্বীhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দীর্ঘ এই কবিতায় শুধুই মিশে আছে দেশের প্রতি ভালোবাসা। অভিনন্দন কবি।

    1. কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুমন আহমেদ ভাই।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. বাহ্। এই না হলে কবিতায় দেশ মায়ের প্রতি ভালোবাসা। অভিনন্দন কবি ইলহাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আন্তরিক ভালোবাসা জানবেন কবি সৌমিত্র চক্রবর্তী।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. আসুন এই বাংলায়ই আসুন। বাংলাতেই থাকুন প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা জানবেন প্রিয় কবিদি।

      এই বাংলা আমার বাবার বাড়ি আর ওই বাংলা আমার শ্বশুর বাড়ি।

      বিয়ে করেছি পার্বতীকে।

      ওই বাংলায়তো যাওয়া আসা করতেই হবে।

      হয়তো সেদিন আর বেশি দূরে নয়।

      শুভ কামনা এবং শুভেচ্ছা প্রিয় কবিদি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. কবিতায় যে ইচ্ছে প্রকাশ করেছেন তার জন্য সম্মান কবি ইলহাম। :)

    1. শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা জানবেন কবি শাকিলা তুবা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. এই বাংলার নির্জন মধ্য রাত্রিতে
    তীব্র গর্জনে বর্ষার ঝুম বৃষ্টিতে
    ল্যাম্প পোষ্টের আলো-বৃষ্টি দেখবো বলে
    জানালার কাঁচ বৃষ্টিতে ঝাপসা হবে বলে।

    যদি আবারো একটি জন্ম পাই
    না, আর কোথাও নয়
    এই বাংলায় আসতে চাই।।

    সুন্দর উপস্থাপনা। কাব্যিকতায় মুগ্ধ হলাম।
    স্বদেশপ্রেমী কবিকে জানাই অভিনন্দন।
    সাথেই থাকবেন। জয়গুরু!

    1. শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা নিবেদন করছি প্রিয় লক্ষ্মণ ভান্ডারী দাদা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  7. ডানে বাঁয়ে তাকায়েন না। ডাইরেক্ট চলে আসেন। আজীবন থাকেন আমাদের সাথে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।