বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড
বৃষ্টি কবিতা-২
লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ের কালো মেঘ ঘন বরষায়,
ঘন কালো মেঘ ভাসে আকাশের গায়।
গুরু গুরু ডাক শুনি আসে কোথা থেকে,
জ্বলিছে বিজুলীধারা মেঘে এঁকে বেঁকে।
আষাঢ়ে বাদল নামে আমাদের গাঁয়ে,
সীমানায় নদী ঘাট রাঙা পথ বাঁয়ে।
নদী মাঠ ভরে যায় বরষার জলে,
কাদাপথে চাষীভাই হাল নিয়ে চলে।
খেয়াঘাটে মাঝি নাই কেহ নাই কূলে,
নদীতে প্রবল বন্যা নদী উঠে ফুলে।
দুরন্ত বরিষা নামে আমাদের গ্রামে,
আসিল প্রলয় বুঝি আজি ধরাধামে।
মুষল ধারায় নামে বাদলের ধারা,
অজয় ছুটিয়া চলে পাগলের পারা।
গুরু গুরু ডাক শুনি আসে কোথা থেকে,
জ্বলিছে বিজুলীধারা মেঘে এঁকে বেঁকে।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। সাথে থাকুন।
সহযোগিতা কাম্য। জয়গুরু!
বৃষ্টি কাব্যের দ্বিতীয় খণ্ডও সুন্দর হয়েছে কবি।
দ্বিতীয় খণ্ড চলছে। প্রতি দিনই প্রকাশ দেব বৃষ্টির কবিতা।
চোখ রাখুন। সাথে থাকুন।
জয়গুরু!
নান্দনিকতায় ভরা কবিতা উপহার দিয়েছেন কবি ভাণ্ডারী দা।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ও অনুপ্রেরণা
পেলাম। সাথে থাকুন। পাশে রাখুন।
সহযোগিতা কাম্য। জয়গুরু!
সুন্দর কাব্য গাঁথা প্রিয় কবি দা।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবিবোন আমার।
সাথে থাকুন। পাশে রাখুন। আন্তরিক অভিনন্দন।
সহযোগিতা কাম্য। জয়গুরু!
অনবদ্য কবিতা।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবিদিদি ভাই।
সাথে থাকুন। পাশে রাখুন। আন্তরিক অভিনন্দন জানাই।
সহযোগিতা কাম্য। জয়গুরু!
কতদিন টিনের ছাদে বৃষ্টির শব্দ শুনি না।
রাত ফুরালো সকাল হলো আজও বৃষ্টির দেখা নাই,
আসছে বৃষ্টি হবে বৃষ্টি, বৃষ্টির পদধ্বনি শুনতে পাই।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় কবি।
সাথে থাকুন। পাশে রাখুন।
আন্তরিক অভিনন্দন জানাই।
সহযোগিতা কাম্য। জয়গুরু!