আমার ভাবনা – ০১

কবি যা লেখেন সেটাই কবিতা। কিন্তু যে কবিতা মানুষকে স্পর্শ করতে পারে না, সেটা কখনোই কবিতা নয়।

13 thoughts on “আমার ভাবনা – ০১

  1. শতভাগ সত্য সালজার রহমান সাবু ভাই। কবিতা সমাজ সংস্কারের অন্যতম হাতিয়ার। কবিতা হোক হৃদয়ে রক্ত ক্ষরণের শান্তনা। ভালোবাসাময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অবশ্যই কবিতা সমাজ সংস্কারের অন্যতম হাতিয়ার।  ধন্যবাদ আপনাকে। 

  2. যে কবিতা মানুষকে স্পর্শ করতে পারে না, সেটা কখনোই কবিতা নয়। অবশ্যই।

  3. আপনার ভাবনে সাধুবাদ জানাই দাদা। অকারণে বক্তব্যের জটিলতা ফ্যাশন। সত্য নয়।

    1. জি  অকারণে বক্তব্যের জটিলতা আজকাল ফ্যাশন … ধন্যবাদ ।

  4. আপনার ভাবনার প্রতি সম্মান। :)

    1. ধন্যবাদ সাজিয়া আফরিন।

  5. খাঁটি কথা, সত্য কথা! অভিনন্দনের সাথে শুভেচ্ছাও জানবেন শ্রদ্ধেয় দাদা।

    1. আমার জানবেন শ্রদ্ধেয় দাদা.. ধন্যবাদ আপনাকে। 

  6. ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যর জন্য। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।