আমার ভাবনা – ০২

মানুষকে মারতে নয়, মানুষকে বাঁচাতে ধর্ম এসেছে। বিভেদ নয়, ঐক্য সৃষ্টি করতে ধর্ম এসেছে। ঘৃণা নয়, ভালোবাসা শেখাতে ধর্ম এসেছে। যুক্তিহীন কুসংস্কার ছড়াতে নয়, এগুলি দূর করে সত্য প্রতিষ্ঠা করতে ধর্ম এসেছে। আজ আমরা কোন ধর্মকে আকড়ে ধরে আছি অবশ্যই ভাবতে হবে।

8 thoughts on “আমার ভাবনা – ০২

  1. বিভেদ নয়, ঐক্য সৃষ্টি করতে ধর্ম এসেছে। এই কথা সত্য বিশ্বাস করি।

  2. স্মৃতিশাস্ত্ৰে মানুষের সাধারণ ধর্ম সম্বন্ধে অনেক আলোচনা করা হয়। সাধারণ ধর্ম মানে যে ধর্ম সবারই করণীয়। আপনি হিন্দু না মুসলমান, আপনি ব্রাহ্মণ না শূদ্র তাতে কিছু আসে যায় না, এই ধর্মগুলো সার্বভৌম ধর্ম, সবাইকে এই ধর্ম পালন করতে হবে। পুরাণ সূতিশাস্ত্রের এই সাধারণ ধর্মকে স্বধৰ্ম বানিয়ে দিল। পুরাণের এটি একটি বড় রকম পরিবর্তন। যেমন অহিংসা, অহিংসা পালন করাটা সৰ্বসাধারণের আবশ্যক। এবার বলছেন, তুমি যদি শুধু অহিংসার অনুশীলন করে যাও তাহলে এই অহিংসা দিয়েই তোমার ঈশ্বর লাভ হয়ে যাবে। ঠিক তেমনি সত্য, কোন ধর্মই বলে না যে মিথ্যে কথা বলবে, সত্য কথা বলা সবারই জন্য। সত্য কথা বলা সাধারণ ধর্ম। এখন কেউ যদি সত্যে প্রতিষ্ঠিত হয়, তাহলে সে সেই সত্যকে দিয়ে ঈশ্বরকেও লাভ করতে পারবে। বেদ উপনিষদে এই জিনিষ কখন এভাবে আসেনি। পুরাণে সাধারণ ধর্মটাই ধীরে ধীরে পাল্টে গেল স্বধর্মে। আর স্বধৰ্মটাই সাধনা। গীতাতে যখন স্বধর্মের কথা বলা হচ্ছে তখন নানা রকমের শর্ত নিয়ে আসা হচ্ছে। যেমন বলছেন তোমার যে বৰ্ণাশ্রমের ধর্ম, সেই বৰ্ণাশ্রম ধর্মে তোমার যে কর্তব্য কর্মগুলো করা হচ্ছে, সেটাই তোমার ধর্ম, সেই ধর্ম পালনে তুমি জোর দাও। গীতার এই তত্ত্ব থেকে পুরাণ সরে এসে বলছে – তুমি ভুলে যাও তোমার স্বধৰ্ম কি, তুমি যে কোন একটা ধর্মকে বেছে নাও, তুমি হয় অহিংসাকে বেছে নাও, বা শৌচকে বেছে নাও, এবার সেই ধর্মে তুমি প্রতিষ্ঠিত থাক, এতেই তোমার সব কিছু হয়ে যাবে। এইভাবে পুরাণ হিন্দু ধর্মে অনেক কিছুর পরিবর্তন নিয়ে এসেছে আর আজকের দিনে হিন্দু ধর্ম যেখানে এসে দাঁড়িয়েছে এটাই পুরাণের ধর্ম।

    হিন্দু ধর্ম মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিষ্টান ধর্ম, শিখ ধর্ম এগুলি সবই মানুষের ধর্ম। আমরা কেউ হিন্দু নই, কেউ মুসলমান নই, কেউ খ্রিষ্টান নই, কেউ শিখ নই, আমাদের পরিচয় আমরা মানুষ। আমাদের ধর্ম মানুষের ধর্ম। সম্প্রদায় গুলো ধর্ম নয়। ধর্ম হল মানুষের বিবেক আর বুদ্ধি প্রয়োগের ফল। আসুন আমরা সবাই মানুষকে ভালবাসি. মানুষের ধর্মই হলো সেরা ধর্ম।

    সুন্দর লিখেছেন। লেখককে আন্তরিক অভিনন্দন জানাই।
    সাথে থাকবেন, এটা প্রত্যাশা করি।
    জয়গুরু!

  3. যুক্তিহীন কুসংস্কার ছড়াতে নয়, এগুলি দূর করে সত্য প্রতিষ্ঠা করতে ধর্ম এসেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. আমাদের ধর্ম আছে কিনা সেটাই তো ভাবছি। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।