তুমি উদ্যত হলে অধিকতর সুন্দর লাগে

তুমি উদ্যত হলে অধিকতর সুন্দর লাগে

বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং তর্জনী জুড়ে
কেমন আড়ষ্টতা আজ প্রিয় বলপেন!
তোমাকে দেখি না আঙ্গুলের অগ্রভাবে
বিস্ফোরিত আর উদ্যত ভঙ্গিমায়!

শৈশবের তিন টাকায় কেনা ইকোনো বলপেন
যে তুমি অক্ষরে অক্ষরে ভরে দিতে নিউজ প্রিন্টের পাতা,
দুর্দান্ত কাঁপিয়ে দিতে প্রিয় শিক্ষকের বুক; আর
গোটা গোটা ভুল বর্ণমালায় প্রিয়তমার হৃদয় সংবিধান
সে তুমি বড় আড়ষ্ট আজ, ভীষণ নির্জীব!

বরং তুমি উদ্যত হলে মাটির চিত্রকল্পে
জন্ম নেয় সবুজ স্বপ্নের বীজ।
তুমি উদ্যত হলে পাড়ায় পাড়ায়
ঘুমন্ত কফিন হতে বেরিয়ে পড়ে মানুষের পা।
তুমি উদ্যত হলে শাসকের অবনত মস্তকে
আরও গাঢ়তা পায় পতাকার লাল।

হে বলপেন!
মানুষের কান্না আজ ভীষণ লেপ্টে আছে
তোমার কালিতে; তুমি উগড়ে দিলেই বরং
অধিকতর সুন্দর লাগে স্বদেশের মুখ!

20 thoughts on “তুমি উদ্যত হলে অধিকতর সুন্দর লাগে

  1. তুমি উদ্যত হলে শাসকের অবনত মস্তকে
    আরও গাঢ়তা পায় পতাকার লাল।

    অদ্ভুত উপমা কল্প শব্দ গাঁথা লিখাটি পাঠক নন্দিত হোক কবি সুমন আহমেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif 

    1. এমন আশাবাদে আশাবাদী হলাম প্রিয় মানুষ আজাদ ভাই। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif 

  2. খুব সুন্দর

    হাতের লেখা তো ভুইলাই যাইতাছি ভাই

    টাইপ আর টাইপ

    টাচ কী বোর্ড আর কী বোর্ড

    1. ধন্যবাদ এই মেঘ এই রোদ্দুর ছবি আপা। দোয়া চাই। :)

  3. তুমি উদ্যত হলে অধিকতর সুন্দর লাগে। অসাধারণ কবিতা কবি সুমন আহমেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. গোটা গোটা ভুল বর্ণমালায় প্রিয়তমার হৃদয় সংবিধান
    সে তুমি বড় আড়ষ্ট আজ, ভীষণ নির্জীব! ___ ভালোবাসা কবি সুমন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. শুভেচ্ছা হরবোলা আবু সাঈদ আহমেদ ভাই। :)

  5. বলপেনগুলো কে আক্রমণাত্মক, উদ্যত ভূমিকায় দেখতে চাই। ঘোষণা দিয়ে সবাই কে একসাথে শুরু করতে বেপরোয়া আক্রমণ। শোষণ, বৈষম্য, অরাজকতা কে নির্মম ভাবে ন্যাড়া করে দিতে হবে প্রকাশ্যেই।

    কবিতাটা আংশিক বুঝলাম cheekyhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আংশিক ধন্যবাদ আসিফ আহমেদ ভাই। আমরা সবাই একই রকম দেখতে হলে আমাদের মানসিক গড়ণও একই হতো। ভিন্নতা বলে আমাদের একেকজনের একেক নাম, চিন্তাধারাও আলাদা। :)

  6. হে বলপেন!
    মানুষের কান্না আজ ভীষণ লেপ্টে আছে
    তোমার কালিতে; তুমি উগড়ে দিলেই বরং
    অধিকতর সুন্দর লাগে স্বদেশের মুখ!

    সত্যি আজ প্রযুক্তির কাছে হারিয়ে গেছে সেই হাতে লাখা দিন গুলি। সুন্দরলিখেছেন সুমন ভাই।

    1. উদ্দীপক মন্তব্য কবি আদেল পারভেজ ভাই। ধন্যবাদ। :)

  7. এ যেন লেখবার বলপেন কলম নয়! মনে হচ্ছে লেখনী অসি। যেই অসি দিয়ে শতসহস্র দুর্নীতিবাজদের শিরোচ্ছেদ করা যায়। আপনার লেখনী অসি তরতর করে চলুক আরও জোরে। 

    1. অসাধারণ মন্তব্য কবি নিতাই বাবু। শ্রদ্ধা জানালাম। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।