মন্ত্র মুগ্ধ হয়ে পড়লাম আনোয়ার ভাই। সহজ সরল এমন কাহিনী আমাদের মনকে ভালো রাখে। ভালো রাখবে। ভালোবাসা জানাই।
অভিনন্দন আনু দা। ভাল আয়োজনই চলছিলো শেষে এসে কেমন জানি হয়ে গেলো।
“এই একটি বিষয়ের মধ্য দিয়ে আমাদের রাজকন্যার অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায়। পিপীলিকার এই বিয়ে আমাদেরকে জীবের প্রতি দয়াশীল হতে উদ্বুদ্ধ করবে। রাজকন্যা দয়ার সমুদ্র। সেই সমুদ্র হতে বঞ্চিত নয় ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত।”
কিশোর বাংলা'র ছবি যোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
পড়লাম। কিশোর গল্পটি অসাধারণ পুলক জাগালো মনে। শুভেচ্ছা মি. আনু আনোয়ার।
মন্ত্র মুগ্ধ হয়ে পড়লাম আনোয়ার ভাই। সহজ সরল এমন কাহিনী আমাদের মনকে ভালো রাখে। ভালো রাখবে। ভালোবাসা জানাই।
অভিনন্দন আনু দা। ভাল আয়োজনই চলছিলো শেষে এসে কেমন জানি হয়ে গেলো।
“এই একটি বিষয়ের মধ্য দিয়ে আমাদের রাজকন্যার অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায়। পিপীলিকার এই বিয়ে আমাদেরকে জীবের প্রতি দয়াশীল হতে উদ্বুদ্ধ করবে। রাজকন্যা দয়ার সমুদ্র। সেই সমুদ্র হতে বঞ্চিত নয় ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত।”
অভিনন্দন আনু আনোয়ার ভাই।
গতকালকেই পড়েছিলাম। আপনাকে শুভেচ্ছা জানাতে এলাম।
আনন্দিত হলাম গল্পটি পড়ে। শুভেচ্ছা গল্পকার আনু আনোয়ার ভাই।