মন আমার
একটু একটু করে বদলে যাচ্ছি রোজ,
এক পা এক পা করে,
গুটিয়ে নিচ্ছি নিজেকে।
তবু কিছু মন উড়ে যায় হাওয়ায়
বাকি মন পরে থাকে অবহেলায়।
একটু করে বদলে যাচ্ছি রোজ।
মন খারাপটা যখন তখন আসে,
আমি চাইনা, তবু কিন্তু আসে,
এক রত্তি এইটুকুন হয়ে,
আঁজলা পেতে নেয় চোখের জল।
স্বপ্ন কথা, না-বলাই ছিল,
এবং আজো আছে।
অভিমানের গন্ধ ভেজা সুরে
আধো সুরে বলবো কানে কানে
লবণ জলে চোখ ধুয়েছি,
চোখের পাতা ভেজাই না’হয় থাক।
কবিতার নেপথ্যে আমাদের সবার মতো আনন্দ দুঃখ বেদনা শক্তি সবই মিলিয়ে নিলাম প্রিয় কবি বন্ধু রিয়া চক্রবর্তী। মিলে যায় বটে। ভালো থাকুন এই শুভ কামনা।
ধন্যবাদ প্রিয় বন্ধু। অনেক অনেক ভাল থাকা চাই।
অভিমান ভরা কবিতা তো দেখি বিরহের জলে ভেজা অনুভুতির বহিঃপ্রকাশ।
শুভ কামনা রইল।
সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা যুনাইদ দা। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
মনোমুগ্ধকর।
ধন্যবাদ আবু সাঈদ আহমেদ দা।
খুব সুন্দর সহজে বোধগম্য কবিতা। কবিতায় এমন সরলতা থাকলে ভালো লাগে।
শুভেচ্ছা কবি সুমন আহমেদ দা।
খুব সুন্দর কবিতা। আমারও খুব মন খারাপ আপি
মন ভালো থাক দিদি ভাই।
ধন্যবাদ। 
একটু একটু করে আশাবাদী স্বপ্নবাজ মানুষ হতাশ উদ্যমহীন হয়ে নিজেকে গুটিয়ে নেয় সব কিছু থেকে। আশার মৃত্যু থেকে ইচ্ছামৃত্যুতে গিয়ে পৌঁছে।
এই কবিতাটা একটু বুঝেছি,
। সাহিত্যপ্রচারক রিয়া দেবীর জয় হোক 
আপনার জন্য বিশেষ শুভকামনা দাদা ভাই।
চমৎকার অনুভূতি প্রিয় কবি রিয়া দি''ভাই। খুব ভাল লেগেছে কবিতাটি। জীবনের বাস্তবতা কখনো কখনো এমন অভিমান মাখা হয়। শুভেচ্ছা নিন।
আপনার জন্যও শুভকামনা প্রিয় দিদি ভাই।
মন খারাপটা যখন তখন আসে,
আমি চাইনা, তবু কিন্তু আসে,
এক রত্তি এইটুকুন হয়ে,
আঁজলা পেতে নেয় চোখের জল।
বিরহের জল মুছে যাক সিমাহীন আনন্দে …
শুভেচ্ছা কবি শান্ত দা। শুভদিন।
কাগজ আর কলমে নয়! মনে হচ্ছে অশ্রু দিয়ে লেখা কবিতা। সুখ দুঃখ আশা নিরাশা সবই পেয়েছি আপনার লেখায়। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় দিদি।
সুখ দুঃখ আশা নিরাশা সবই একসাথে পাওয়া কবি নিতাই দা।
মন আমার একফালি চাঁদ মাঝবয়সী রাতে একটি তারার সাথে কেমন পিরীত করে মরে —-
অনেক সুন্দর কবিতা।
ধন্যবাদ প্রিয় কবি দি।
শেষের দু লাইনে বেদনারা ভর করেছে মস্তিস্কে। কবিদের কলমের বেদনা সহ্য করা কার দায়?