রূপোর নাকফুল

রূপোর নাকফুল

ঝিলিক মারা রূপোর নাক ফুলের তলে
পিদিম জ্বালা সোনার শিখা দোলে
দুষ্টমতি বাতাস ঘোমটার ওড়না ফেলে-
ছুঁইয়ে দেয় লাজুক চিবুক, বগলে
বর্ষার ধারা- গ্রীবার ঢালে জোনাক জ্বলে;
এই তো লগন- মহেন্দ্র ক্ষণ
এসো প্রেম করি নিবেদন
পাঁজরে পাঁজর রেখে পাঠ হোক অজর কবিতা
পুড়ুক কস্তূরী আম্বর, বাড়ুক রাতের জটিলতা…
হাতের ছোঁয়ায় মুড়ুক লাজুকলতা, ঝরুক শিশির
নতুন করে- কৃষ্ণের বাঁশির সুরে মত্ত হোক রাধা…
বকুলের গন্ধ মাখা চুলে বাড়ুক আকুলতা
জোড়া গম্বুজে বাজুক সান্দ্র ধ্বনি, পুত পবিত্র গঙ্গা- তিস্তা;
স্বরে সাড়ম্বরে ডাকুক ডাহুক
ঘুমের ঘোরে হাসুক পিয়াসু মন- কুসুম বুকের আগলে
শিমুলের ডালে বাকবাকুম অভিসার- ধার বেড়ে যায় রূপোর লাঙ্গলে…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

8 thoughts on “রূপোর নাকফুল

  1. 'পাঁজরে পাঁজর রেখে পাঠ হোক অজর কবিতা
    পুড়ুক কস্তূরী আম্বর, বাড়ুক রাতের জটিলতা…
    হাতের ছোঁয়ায় মুড়ুক লাজুকলতা, ঝরুক শিশির
    নতুন করে- কৃষ্ণের বাঁশির সুরে মত্ত হোক রাধা… '

    চমৎকার প্রিয় স্যার। আশা করবো ভালো আছেন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. শুভেচ্ছা রইলো প্রিয় প্রেমের কবি দাউদ ইসলাম দাউদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. মুগ্ধ হলাম কবির কবিতায়। হিংসে হয় বুঝলেন,এতো সুন্দর করে আমরা কেন পারিনা লিখতে।

  4. এসো প্রেম করি নিবেদন
    পাঁজরে পাঁজর রেখে পাঠ হোক অজর কবিতা
    পুড়ুক কস্তূরী আম্বর, বাড়ুক রাতের জটিলতা …। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।