আমার ভাল লাগা-বিশ্বাস-কষ্ট-ধৈর্য, সব টুকুই
তোমাকেই দেবো, শুধু তোমাকেই দেবো আমি।
যে কষ্টেরা বৃষ্টি হয়ে নেমেছিল
আমার দুচোখে, সেইটাও রেখে দেব এখানে,
তোমার আমার মাঝখানে।
ঝলমলে সকাল-মন কেমন করা দুপুর-
দুষ্টুমি মাখা বিকেল-গভীর ঘন রাত…।
পরিচয়ের বড় বেশি সীমাবদ্ধতা, বড় বেশী ক্ষুদ্রতা।
এই শেকলের বাঁধা গণ্ডী পেরিয়ে,
দম বন্ধ করা পরিবেশ থেকে,
তুমি নিয়ে যেও তোমার মনমহলে।
রোজ সন্ধ্যায় থাকো আমার সাথে, আমার ছাদে,
বৃষ্টি বা মেঘ সাথে ভোর নিয়ে…
আমাদের চোখের পাতায়, শুরু হোক অভিসার।
আমাদের চোখের পাতায়, শুরু হোক অভিসার। তাই হোক কবি বন্ধু রিয়া রিয়া। শুভেচ্ছা।
শুভেচ্ছা প্রিয় বন্ধু। ধন্যবাদ।
তা-ই হোক শ্রদ্ধেয় কবি রিয়া দিদি।
সম্মান কবি নিতাই দা।
আপনার সহজ লেখা পড়তে ভালোই লাগে কবি রিয়া রিয়া।
অনুপ্রাণিত হলাম কবি সুমন আহমেদ।
শুভেচ্ছা জানবেন কবি আপা।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন দিদি ভাই।
সুন্দর কবিতা।
ধন্যবাদ আবু সাঈদ আহমেদ আপনাকে।
তোমার জন্য মানে, সবই তোমার জন্য। ভালোটাও যেমন পাবে, খারাপটাও সহ্য করতে হবে। তবেই এসো। এইটাই আসল কথা।
রিয়া দেবীর জয় হোক




কৃতজ্ঞতা আসিফ আহমেদ দা।
আহা!
শুভেচ্ছা কবি রিয়া।
ধন্যবাদ প্রিয় কবি দিদি ভাই।
সুন্দর প্রকাশ ও কবিতার কথামালা,তাহার জন্য সব হোক এ আশাই করলাম। তিনি যেন তাই করেন। ওপার বাংলার কোথায় বাড়ী তাহাদের?
কিছু বিষয় একান্ত রাখা স্বাভাবিক। শুভেচ্ছা প্রিয় কবি দা।
কাব্যশৈলীতে ভরপুর।
প্রিয়কবির ভাবনায় অনবদ্য কাব্য।
শুভেচ্ছা ও শুভকামনা।
ধন্যবাদ প্রিয় কবি দা।