দহনের শব্দমালা

দহনের শব্দমালা

অবহেলায় জন্ম নেওয়া মথের ভেতরেও দেখি সম্ভাবনা অথচ মানুষে দেখি না। এই যে একদল রাজনীতি নামের বেশ্যা কারবারি চতুর বণিক, যাদের বড় জোড় বৃহৎ কোন শপিং মলের সেলস ম্যান কিংবা টি বয় হলে মানাত তারও আজ রাষ্ট্র যন্ত্রের ঘাড়ে অনাহুত চেপে বসা আমাদের স্বপ্ন নির্মাণের ভণ্ড প্রকৌশলী! বড় জোড় তারা অন্তর্বাস বিক্রেতা কিংবা ঘরে ঘরে গৃহিণীর পুরনো কাপড়ের খোঁজে বেরিয়ে পড়া আড়চোখে তাকান লম্পট ফেরিওয়ালা নতুবা পুরনো পোশাক বিক্রয়ের হাঁটে চতুর দোকানি হতে পারত অথচ দেখ কী ভীষণ দুঃসাহসে তারা লিখে দিচ্ছে আমাদের দিন যাপনের প্রণালি আর বিবিধ বিধান!

অথবা, তারা হতে পারত নোংরা নর্দমায় কিংবা বুর্জোয়া বস্তিতে পান মুখে পিক ঝরা ঠোঁটে ‘মাদার চো* মাদার চো*’ শব্দ-খিস্তির আবিষ্কারক অথচ দেখ নেহায়েত ভদ্র পোষাকে তারা সংসদে সংসদে লিখে দিচ্ছে সংবিধান!

স্বদেশের আকাশে রঙধনু রঙ্গা প্রজাপতিটিও আর নিরাপদ নয়! গাছের পাতায় দোল খাওয়া বাতাসও নয়! আমাদের মাছগুলো ভাষাহীন বলে, শিরা উপশিরায় রক্তে রক্তে বয়ে বেড়ায় বিষাক্ত ফরমালিন। ডোবা থেকে বড় জোড় সমুদ্রে পালাতে পারে; মহা সাগরের পথ আমাদের জানা নেই!

22 thoughts on “দহনের শব্দমালা

  1. দেশে অযোগ্য নেতাতে ভরে গেছে,ছাটাই কে করবে? সব জায়গাতেই ওখন টাকার খেলা। কার কথা কে শুনে,সবাই শুনে টাকার কথা

    1. কেউ এখন আর কারো কথা শোনে না শাহাদাত হোসাইন ভাই। 

  2. শিরা উপশিরায় রক্তে রক্তে বয়ে বেড়ায় বিষাক্ত ফরমালিন। ডোবা থেকে বড় জোড় সমুদ্রে পালাতে পারে; মহা সাগরের পথ আমাদের জানা নেই! অসাধারণ এক অনুভবের কথা।

  3. আমরা ওঁদের কাছে সবসময়ই বন্দি। ওঁদের হীন মন- মানসিকতার শিকার আমরা সকলে।    

  4. অসাধারণ কবিতা কবি সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. অথবা, তারা হতে পারত নোংরা নর্দমায় কিংবা বুর্জোয়া বস্তিতে পান মুখে পিক ঝরা ঠোঁটে ‘মাদার চো* মাদার চো*’ শব্দ-খিস্তির আবিষ্কারক অথচ দেখ নেহায়েত ভদ্র পোষাকে তারা সংসদে সংসদে লিখে দিচ্ছে সংবিধান!

    দারুণ লিখেছেন  প্রিয় কবি সুমন আহমেদ ভাই। 

  6. আল্লাহ পরিবর্তন না চাইলে কোন দিনও পরিবর্তন আসবে না। 

  7. অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি সুমন আহমেদ দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  8. কোন খিস্তিই যথেষ্ট নয়, ঘৃণাও একধরনের গুরুত্ব। শয়তানের উপাসকরা ঘৃণারো যোগ্য নয়। দেশকে গরীব, অনুন্নত করে রাখার বিবেকহীন মানসিকতার কারণেই যারা সাম্রাজ্যবাদী মাফিয়া চক্রের বিশ্বাত তাবেদার, শুধুমাত্র গণধোলাই যাদের উপযুক্ত হয়ে পারে। ঘৃণা মোটেই এদের প্রাপ্য নয়। 

    দেশের কথা ভাবলে শেফুদার মত পাগল হতে হবে। মুখে ঝরবে খিস্তির ফুলঝুরি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।