অভিযোগ নেই

হে রাষ্ট্র তুমি কি পারবে আমার দায়িত্ব নিতে ?
যদি না পারো তবে বলে দাও,
নিজের দায়ীত্ব না হয় আমি নিজেই কাঁধে নিবো
তবুও তুমি দায় মুক্তই থাকো ৷

হে গণতন্ত্র তুমি কি পারবে সব অধিকার দিতে ?
যদি না পারো তবে বলে দাও,
নিজের অধিকার না হয় নিজেই আদায় করবো
তবু তুমি অন্তত স্বতন্ত্র থাকো ৷

প্রিয় স্বাধীনতা তুমি কি পারবে স্বাধীনতা দিতে ?
যদি না পারো তবে বলে দাও,
না হয় আমি মুখ বুজেই অন্যায় অবিচার সইবো
তবু তুমি স্বাধীনভাবে থেকো ৷

মাননীয় রাষ্ট্র যন্ত্র কি আমার অভিভাবক হবে ?
যদি না হয় কোন আপত্তি নেই,
আমি না হয় অভিভাবকহীন একাকী থাকবো
তবু সে মুখে কুলুপ এঁটে থাক ৷

16 thoughts on “অভিযোগ নেই

  1. বর্তমানের সামাজিক প্রেক্ষাপটে অভিযোগহীন থাকাই ভালো। যেখানে প্রতিকার নেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সত্যিই আজ অভিযোগ করে কোন লাভ নেই

  2. মেনে নিন। সব মেনে নিন। যাঁতার কলে পড়লে মুক্তি কিন্তু মুশকিল। 

    1. বিবেক বাবু যে মানতে চায়না দাদাভাই 

  3. রাষ্ট্র আমাদের দায়িত্ব নিতে পারবে না। :(

  4. অভিযোগ করবেন না। প্রশংসা করতে শিখুন। 

    1. সে জন্যইতো কোন অভিযোগ রাখিনি প্রিয় 

  5. রাষ্ট্রকে সাহায্য করতে আমাদের স্বনির্ভর হতে হবে। রাষ্ট্র স্বার্থপর হলে কিছু করার নাই। :(

  6. রাষ্ট আজ মুর্খদের বেড়াজালে আবদ্ধ। মারামারি হানাহানিতে লিপ্ত রাষ্টের মুর্খরা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।