এই লেখাটি শাশুড়ি হাসপাতাল থাকার সময় লিখেছিলাম। তিনি গত রমজানে আল্লাহর প্রিয় হয়েছেন। আল্লাহ পাক তাঁকে বেহেশত নসীব করুন।
©কাজী ফাতেমা ছবি
ফণী তো ওদের বুকের বাড়ি আঘাত হানছে প্রতিনিয়ত। যেদিন থেকে মা শুয়ে আছেন হাসপাতালের বেডে। নাওয়া খাওয়া ভুলে কী দিন কী রাত পালাক্রমে শিয়রে বসে থাকা সন্তানেরা সামলাচ্ছেন সন্তর্পণে বুকের বাড়ি আগত শত সুনামী টর্নেডো সিডর অথবা ফণী। অশীতিপর বয়স, হাজার রোগ ব্যাধী বাসা বেঁধেছে তার দেহে, কখনো কিডনি আঁড়ি কাটে কখনও রক্তরা করে বিদ্রোহ, কখনো বা রক্তচাপ হয়ে যায় বৈশাখী খরা অথবা দেহের সোডিয়াম পটাশিয়াম রেখে ফেলে অনায়াসে রোজা, ঘাটতি পড়ে যায় এসব উনার। চোখের ঝাপসা আলোয় আত্মজদের বড় কার্পণ্য উনার। নাকের নলে থিরথির করে রিযিকের দানায় উদর ফুর্তি সে কী আর মিটে অথৈ ক্ষিধে!
অপেক্ষার বুকে মাথা রেখে কখনো চোখ লেগে যায় চেয়ারে বসে বসে, মায়ের নড়াচড়ায় চকিতে ফিরে আসে চেতন, ঘুমকে ছুটি দিয়ে দিন শেষে রাত যায় নিদ্রাহীন সহস্র ঘন্টা। ফিরে না দেহের শক্তি, ফিরে না চেতন, কেবল নড়াচড়া করলে ভুমিকম্পের ন্যায় কেঁপে উঠে পুরো দেহ উনার। জিভের আগায় আটকে থাকে না বলা হাজার কথা। বলা হয়ে উঠে না আর।
সটান শুয়ে মা, নাক ডাকার নিঃশ্বাসে ভারী হয়ে উঠে পরিচ্ছন্ন কেবিন। সফেদ কাপড়ে ঢাকা কেবিন, জানালায় সফেদ পর্দা, বিছানার চাদরখানাও পবিত্রতার ছুঁয়া মিশে আছে। অথচ এই শুদ্ধতার রঙ পোষাকেই উনাকে আমাকে সবাইকে ছাড়তে হবে এই মোহ দুনিয়া। সব অহংকার সব ক্ষমতা মিশে যাবে ধূলায়।
যে মা পেটে রেখেছেন দীর্ঘ নয় মাস নয়দিন অথবা তারও বেশি, তারপর একদিন পেট ব্যথায় দুনিয়া কাঁপিয়ে নিয়ে এসেছিলেন পর পর আটটি সন্তান। লালন পালন শিক্ষা দীক্ষায় কেটে গেলো তার মনোহারী প্রজাপতি দিন। কেটে গেলো যৌবন, কেটে গেলো দোয়েল সময়। সন্তানদের সাফল্য এখন তুঙ্গে, তিনি সুখি মানুষ, স্বস্তি বুকে নিয়ে বেঁচে থাকবেন সে আশায় কেবল সুখ দিনাতিপাত শুরু। ঠিক তখনি যৌবনের সেই হাঁড় ভাঙ্গা খাটুনির দেহে বাসা বাঁধে দুঃস্বপ্ন। মনে শান্তি আর দেহ জুড়ে রাজ্যের ব্যথা বেদনা নিয়ে তার শুরু দিন যাপন।
সন্তান হলো মানুষ, তিনি হলেন বুড়ো, মা মা বলে পাগল ছেলেরা মা চলে যাবেন মানতে নারাজ। নাওয়া খাওয়া ভুলে মায়ের সেবায় নিয়োজিত দিনরাত। আশা না ছাড়া সন্তানদের আকূতি যেনো ছুঁয়ে যায় আরশ, তিনি যেনো প্রাণ ফিরে পান দেহে। আবারও যেনো কথা বলেন তার সন্তানদের সাথ। হাসিমুখে ওরা ফিরে আসুক হাসপাতাল ছেড়ে,আপন নীড়ে। আল্লাহ যেনো প্রার্থনা করেন কবুল ওদের।
সন্তান যেনো এমনি হয়, উনার সন্তানের মত। দুনিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাকে নিয়ে ব্যস্ত থাকা সময়গুলো যেনো সকল মায়ের নসীবেই হয়। মানুষকে ভালোবেসে মানুষ ঠকে যায়, মাকে ভালোবেসে ঠকে যায়নি কোনো সন্তান। মাকে ভালোবাসুন, তার চাওয়া পাওয়া পূর্ণ করুন অনায়াসে। তার মন পড়ুন, তাকে রাখুন শ্রদ্ধায় সম্মানে ভালোবেসে মাথার টোপর করে। জগতের সকল মা সুখি হোন এ কামনায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।
আল্লাহ আপনার শাশুড়িকে জান্নাত নসিব করুক,আমিন। লেখাটি সামু ব্লগে পড়েছিলাম,আজ আবার নতুন করে পড়লাম বোন।
আমিন। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক। সামু ব্লগে যেতে পারছি না । অফিসে ভিপিএন ব্যবহার করতেও পারছি না
আমি খুব সহজেই প্রবেস করতে পারছি ভিপিএন ছাড়াই
আপনি বিদেশ আছেন তাই না?
সুন্দর প্রয়াস। অসাধারণ লেখনী। বিষয়বস্তু সুন্দর।
প্রিয়কবিকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
আপনার এই লেখাটি সামহোয়্যার ব্লগে পড়ে ছিলাম। আবার নতুন করে পাঠ করলাম।
সামহোয়্যার ব্লগে যেতে পারছি না । আমিও অফিসে সামহোয়্যার ব্লগ খুলতে পারছি না ।
ব্যাপারটা কি হলো বুঝতে পারছি না। ইউ আর এল নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে।
সুন্দর প্রয়াস। অসাধারণ লেখনী। বিষয়বস্তু সুন্দর।
প্রিয়কবিকে শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
ভিপিএন দিয়ে যেতে হয়। আমি আপাতত কয়দিন যাচ্ছি না। কী হচ্ছে তাও জানি না
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।
সাইট খুলছে। লগ ইন করছি। পোস্ট করার সময় সমস্যা হচ্ছে। অবশেষে ড্রাফটে করে রেখে দিয়েছি। এডিট করে পোস্ট দেবো। আপনাকে ধন্যবাদ।
মায়ের কোন বিকল্প হতে পারে না। মা থাক হৃদয়ে।
জি ভাইয়া। পৃথিবীর সকল মা সুস্থ ও নিরাপদে থাকুক
লিখার কন্টেন্টের চাইতে বেশী ইন্টারেস্টিং লাগলো সামু ব্লগে প্রবেশ সমস্যা নিয়ে। মনে হচ্ছে শব্দনীড় সামু ব্লগের নিয়মিত কয়েকজনের ভালোবাসা পাচ্ছে। জয় হোক শব্দনীড়ের। জয়তু সামু।
শাশুড়ি আম্মা। আল্লাহ পাক তাঁকে বেহেশত নসীব করুন। আমীন।
শব্দ নীড়ের সঙ্গে ভালোবাসার বন্ধন অনেক আগে থেকেই। কিন্তু সামু ব্লগেও ছিলো নিয়মিত যাত্রা ।সময়ের অভাবে অনেক কিছুই ছাড়তে হয়েছে। তাই একমাত্র সামু ব্লগেই নিয়মিত ছিলাম। শব্দে নীড়ে আসতাম মাঝে মাঝে। সরি
অনেক ধন্যবাদ ভাইয়া
একজন মায়ের জন্য সন্তানদের আকূতি।
হৃদয় কেড়ে নেবার মতো স্মরণ করেছেন আপা।
জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন
মায়ের জন্য সন্তানদের ভালোবাসা থাকতে হবে।
জি আপা একদম ঠিক
ধন্যবাদ আপনাকে
জগতের সকল মা সুখি হোন এই কামনা।
আমিন ধন্যবাদ ভাইয়া
মা কে মনে পড়ে।
সবার মা ভালো থাকুন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আল্লাহ সুবহানাহুতা'আলা আপনার শাশুড়িকে জান্নাত নসীব করুন।
আমিন । জাজাকিল্লাহ খাইরান আপি
মা বেঁচে থাকুক শ্রদ্ধা ভালোবাসায়…
আমিন । জাজাকাল্লাহ খাইরান
সকাল শুরু হল আজ এই লিখাটা পড়ে মন টা বেশ ভার হয়ে গেলো তবু লেখাটায় অন্যরকম এক মায়া আছে। শুভকামনা রইলো, এই মেঘ এই রোদ্দুর।
অনেক সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান
লেখাটা আগেই পড়েছিলাম। আবার পড়তেও ভাল লাগল।
মায়ের কোনই বিকল্প হয় না।
ধন্যবাদ ফাতেমা আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন