করবি না শব্দ,
করে দেবো স্তব্ধ।
দিয়ে দে যা চাই,
জলদি সময় নাই।
চাই শুধু চাই দেহ,
চুপ জানবেনা কেহ।
মেরে দেবো গলা টিপে,
তৃষ্ণায় আছি ক্ষেপে।
কিসে এতো দ্বিধা তোর?
কেটে দে নেশার ঘোর।
চুপ চুপ চুপ থাক,
মন প্রাণ ভরে যাক।
করিস নে চিৎকার,
কে করবে উদ্ধার?
এটা আমার এলাকা,
রাজি হয়ে যা বোকা।
নিতে গিয়ে জোর করে,
মেয়েটা যে গেল মরে!
আরে মামা ভয় নেই,
বলা আছে থানাতেই।
গড়ে ওঠা করুণ এবং অসহ্য এই বাস্তবতাকে মানতে কষ্ট হয়।
অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।..
"নিতে গিয়ে জোর করে,
মেয়েটা যে গেল মরে!
আরে মামা ভয় নেই,
বলা আছে থানাতেই।"
বলার মতো কোনো ভাষা নেই।
অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।…
মনে প্রশ্ন জাগে আর কতকাল চলবে এই নিষ্ঠুরতা।
অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।…..
তাহলে তো সব ঠিকঠাক। আর কি লাগে।
অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।-
পড়লাম কবি দা। দৃশ্য এতোটাই দুঃখজনক যে নিন্দার ভাষা নেই। তারপরও কবিতা বলে কথা।
অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।।
বলা আছে থানাতেই। পুলিশ প্রশাসন যেখানে নিষ্ক্রিয়, দেশের সরকার যেখানে উদাসীন। সমাজের আঁধারে যারা আজও কাঁদে। তাদের চোখের জল মোছাবে কে? দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের।
আসুন, প্রচলিত সমাজব্যবস্থার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, অথবা নিষ্পাপ মেয়েগুলোর অকাল মৃত্যুতে তীব্র প্রতিবাদ করি।
সুন্দরতম যথাযোগ্য উপস্থাপনা। ছন্দ ও কাব্যিকতায় মুগ্ধ হলাম।
প্রিয় কবিবোনকে আন্তরিক অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
অফুরান ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। ভালো থাকবেন।/