পদানত না হয়ে ছড়িয়ে দাও আলোরদ্যূতি

কথা হয় নিশিরাতের জ্যেৎস্নার সাথে
যখন সাগর উত্তাল হয়ে ওঠে অশান্ত ঢেউয়ের আলিঙ্গনে
প্রেম নির্বাসিত মনে ছন্দ বুনে অমরত্ব লাভের নেশায়
বন্ধুরূপে আত্মা হয় বিগলিত মহীরূপী বৃক্ষছায়ায়।

আমি সেই প্রতারক প্রেমিকের কথা বলছি
যে দ্রোহের আগুনে প্রজ্জ্বলিত না হয়ে ম্রিয়মান হয় হতাশায়
বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় প্রেয়সির তুলতুলে কপোলে পদানত সৈনিক বেশে
প্রেমের ব্যর্থ আস্ফালনে যবনিকাপাত হয় এক প্রেমিক পুরুষের।

জ্যেৎস্নারাতের কোমল পরশ ছেড়ে বেরিয়ে এসো হে প্রেমিকপুরুষ
অমাবস্যারও রূপ আছে রঙ আছে, আছে এক অন্ধকার আত্মার বিলাসবেশ
তোমার ভালোবাসা পেলে, অন্ধকাররাতেও জ্বলবে আলো জ্যোতিময় তারায়
হিরণ্ময়দ্যুতি ছড়াতে বলছি শুধু, অন্ধকার আত্মায় সমর্পন করতে বলিনি তোমায়।

7 thoughts on “পদানত না হয়ে ছড়িয়ে দাও আলোরদ্যূতি

  1. অমাবস্যারও রূপ আছে রঙ আছে, আছে এক অন্ধকার আত্মার বিলাসবেশ। এমন উপমাময় লিখায় মোহিত হতেই হয়। অভিনন্দন স্যার। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. "আমি সেই প্রতারক প্রেমিকের কথা বলছি
    যে দ্রোহের আগুনে প্রজ্জ্বলিত না হয়ে ম্রিয়মান হয় হতাশায়"

     

    বলুন নির্ভয়ে ! ! ভালো লাগলো ।   

  3. অভিনন্দন কবি দিলওয়ার হোসাইন ভাই। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. ভালোবাসাময় ভালোবাসা কবি দিলওয়ার ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।