ভালোবাসার চাওয়া পাওয়া

ভালোলাগা থেকে শুরু হয় প্রেম ভালোবাসা
শুরু হয় চাওয়া-চাওয়ি, মনে জাগে আশা
চোখে চোখ রাখা, ইশারায় কথা বলা,
ঢরঢর ভাব, তবও বীর বেশে সামনে যাওয়া
কিছু দেওয়া, কিছু বলা, কিছু চাওয়া
কিছু পাওয়া, এমনি করে চলে ছলাকলা।

কেউ বলে শুনো প্রিয়া, কি জানি কী দিয়ে
বর্ষী করণ তাবিজ দিয়ে, মন কেড়েছ তুমি
তোমায় ছাড়া এখন প্রিয়ে আমার কিবা আছে?
হায়রে প্রেম ভালোবাসা, মন দেওয়া নেওয়া
কতো ছলাকলা, ইশারার কথা, সবই মিথ্যে
প্রেমের মরা ডুবে না জলে, কথাটাই মিছে।

যদি পায় সাড়া, শুরু হয় মন দেওয়া নেওয়া
প্রেম প্রেম খেলা, কেটে যায় কতো বেলা
ভাগ্যগুণে হয় যদি শুভ পরিণয়, এতেই সুখ,
হয়-তো-বা হয় না, তবুও কেউ থামে না
হোক সুখ, নাহয় দুখ! কেউ হচ্ছে দিওয়ানা
না পাবার শোকে, চোখের জলে ভাসে বুক!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

18 thoughts on “ভালোবাসার চাওয়া পাওয়া

  1. ‘হয়-তো-বা হয় না, তবুও কেউ থামে না; হোক সুখ, নাহয় দুখ!
    কেউ হচ্ছে দিওয়ানা … না পাবার শোকে, চোখের জলে ভাসে বুক!’ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদের সাথে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রদ্ধেয় কবি দাদা। 

  2. ভালোবাসার কবিতায় অভিনন্দন কবি নিতাই দা। :)

    1. ধন্যবাদ শ্রদ্ধেয় কবি সাজিয়া আফরিন দিদি।   

  3. ভালোবাসাময় ভালোবাসা কবি নিতাই বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদ।    

  4. ভালোবাসার চাওয়া পাওয়া। শুভেচ্ছা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনাকেও শুভেচছা জানাচ্ছি শ্রদ্ধেয় কবি শাকিলা দিদি।  

  5. কবির আবেগময় কথামালায় মুগ্ধ হলাম।  ভালো লেগেছে লাইন প্রতি লাইনে।

    1. ধধন্যবাদ শ্রদ্ধেয় কবি শাহাদাত দাদা। মুগ্ধ হলাম!     

মন্তব্য প্রধান বন্ধ আছে।