ঐ চোখে কতবার যে হারিয়েছি!
জানি না,
অনেকবারই তুই
করেছিলি মানা,
আরে বোকা, মানা দিয়ে কি চোখ ফিরিয়ে রাখা যায়?
না মন শোনে ভালোবাসার মানা;
আমার চোখ আমারই
তোকে চেয়ে দেখার সুখ একার আমারই
না হয় দূর থেকেই একা একা
তোর পানে চেয়ে থাকা
আর নিস্তব্ধ অসহনীয় সময়;
আমার মন আমারই
আর তোকে ভালোবাসা, আমার একার অনুভব
একা একা আনমনে
শুধু তোকে ভেবে ভেবে
বয়ে গেছে কত কত স্তব্ধ সময়;
কজন হারিয়ে যেতে পারে চোখে?
কজনার চোখেই বা হারানো যায় রে?
এই যে মনের ভেতর
ছলাৎ ছলাৎ ঢেউ
তোরই যে চোখ চেয়ে
জানবে না রে কেও;
আমি আমার ভালোবাসার কথা কাওকে বলি নি
শুধু তোর চোখ এঁকেছি কবিতার খাতায়
তবুও সবাই তোকে চিনলো কি করে?
ভালোবাসার গন্ধ বোধহয় দূর দূর ছড়ায়।
'আমি আমার ভালোবাসার কথা কাওকে বলি নি
শুধু তোর চোখ এঁকেছি কবিতার খাতায়
তবুও সবাই তোকে চিনলো কি করে?
ভালোবাসার গন্ধ বোধহয় দূর দূর ছড়ায়।'
আমি আমার ভালোবাসার কথা কাওকে বলি নি।
জলদি বলে দিন জনাব। 
বেশ তো এবার বলে দিন।
ভালোবাসাময় ভালোবাসা যাযাবর ভাই।
শুভেচ্ছা র'লো কবি জীবন বাবু।
অত্যান্ত মনোমুগ্ধকর!