আকাশ আজ সেজেছে মেঘে
ঝরাবে ঝর্নাধারা।
রুমুর ঝুমুর নাচের তালে
ছড়াও ফল্গুধারা ।
পরীর ডানায় আয়রে ভেসে
সাজিয়ে নীল আকাশ ।
ছন্দ তালে কিশলয়ে
খেলরে দুরন্ত বাতাস।
সাত সাগর দুর হতে
মোর ছোট্ট বুবুটি ।
ডাকছে তোমায় আয়লো উড়ে
ভিজাবে চরন দুটি।
আকাশ আজ সেজেছে মেঘে
ঝরাবে ঝর্নাধারা।
রুমুর ঝুমুর নাচের তালে
ছড়াও ফল্গুধারা ।
পরীর ডানায় আয়রে ভেসে
সাজিয়ে নীল আকাশ ।
ছন্দ তালে কিশলয়ে
খেলরে দুরন্ত বাতাস।
সাত সাগর দুর হতে
মোর ছোট্ট বুবুটি ।
ডাকছে তোমায় আয়লো উড়ে
ভিজাবে চরন দুটি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা জানবেন আপা।
সালাম, অভ্র পেয়েছি অনেক ধন্যবাদ শুভকামনা দাদা
আপনার সরল লেখা গুলো ভালো লাগে পড়তে। সালাম।
ভাল লাগল সাথ পেয়ে দাদা।শুভেচ্ছা অগনন
কবিতাটি পড়লাম আপা। বেশ লিখেন আপনি।
ভাল লাগল সাথ পেয়ে।শুভ কামনা রইল

ভালোবাসা কবি বোন।
শুভকামনা দাদা
শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
শুভকামনা রইল দিদি
শুভেচ্ছা জানবেন আপা।
সালাম, শুভকামনা দাদা
ঝরাবে ঝর্নাধারায় ভিজে গেলাম কবি! সুন্দর প্রকাশ।
শুভকামনা র বৃষ্টি ও ঝরুক এই কামনা রইল দাদা
সুন্দর কবিতা।
ধন্যবাদ দাদা শুভকামনা নিরবধি
সাতসাগর সুদূরে অবস্থানরত আপনার ছোট্ট বুবুর জন্য শুভেচ্ছা
শুভেচ্ছা আপনার জন্যও
প্রিয় কবি বোন ছন্দ হিন্দোল
অনেক দিন পর দেখা।
ভালো থাকুন এই প্রত্যশা
ধন্যবাদ দাদা, বুবুকে পৌছে দেব শুভেচ্ছা,
নীড়ের কল্যানেই সম্ভব হয়েছে
যুগ যুগ জিও