হে প্রিয়পরম প্রভু
হে প্রিয়পরম প্রভু! তুমি ভগবান,
ভক্তিঅর্ঘ দিয়ে প্রভু জানাই প্রণাম।
তুমি রাম তুমি কৃষ্ণ জগতের সার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।
মানুষেরে ভালবেসে করিলে আপন,
পরম কারণ তুমি, তুমি নারায়ণ।
তুমি যে পরমপিতা পূজ্য সবাকার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু তুমি ভগবান,
তোমারে জানাই প্রভু সতত প্রণাম।
তুমি দেব তুমি গুরু হে প্রভু আমার!
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।
জীবনে চলার পথে তুমি ধ্রুবতারা,
চিরসুখী সেইজন দীক্ষা লভে যারা।
হে পরমপিতা তব মহিমা অপার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।
রাতুল চরণে তব থাকে যেন মতি,
প্রণাম জানাই প্রভু আমি তব প্রতি।
জ্বালাও জ্ঞানের দীপ নাশিয়া আঁধার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।
তুমি ধ্যান, তুমি জ্ঞান জগতের গুরু,
তোমার আশীষে মোর পথ চলা শুরু।
জপ নাম অবিরাম, নাম কর সার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার।
রাতুল চরণে তব থাকে যেন মতি,
প্রণাম জানাই প্রভু আমি তব প্রতি।
জ্বালাও জ্ঞানের দীপ নাশিয়া আঁধার,
প্রণাম জানাই প্রভু চরণে তোমার। ___ অসাধারণ মি. ভাণ্ডারী। গুড জব।
প্রণাম আমার নিও গো ঠাকুর প্রণাম আমার নিও।
বিনিময়ে শুধু চাই না তো কিছু শ্রীচরণে ঠাঁই দিও।।
পরম প্রেমময় পরম দয়ালের
রাতুল চরণে জানাই প্রণাম।
মন্তব্যে আপ্লুত হলাম আর কবিকে জানাই শ্রদ্ধা।
জয়গুরু!
আদাব এবং শুভেচ্ছা কবি লক্ষ্মণ ভাণ্ডারী দা।
মন্তব্যে বিমুগ্ধ হলাম।
প্রিয়কবিকে জানাই প্রীতি আর শুভেচ্ছা।
জয়গুরু!
গুরুর প্রতি সম্মান কবি ভাণ্ডারী দা।
মন্তব্যে বিমুগ্ধ হলাম।
প্রিয়কবিকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
জয়গুরু!
প্রিয়পরম প্রভুর জন্য ভালোবাসা।
পরম প্রেমময় পরম দয়ালের
রাতুল চরণে জানাই প্রণাম।
মন্তব্যে বিমুগ্ধ হলাম।
প্রিয়কবিকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
জয়গুরু!
প্রণাম। প্রণাম। প্রণাম।
পরম প্রেমময় পরম দয়ালের
রাতুল চরণে জানাই প্রণাম।
মন্তব্যে বিমুগ্ধ হলাম।
প্রিয়কবি বোনকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
জয়গুরু!
আপনার শ্রদ্ধাবোধে শ্রদ্ধা জানালাম কবি।
মন্তব্যে বিমুগ্ধ হলাম।
প্রিয়কবি ও দিদিভাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন
জয়গুরু!
পরম ভক্তি। ভাল লাগা।
মন্তব্যে মুগ্ধ হলাম।
প্রিয়কবিকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন
জয়গুরু!