কৃষক ব্যাস্ত কৃষিকর্মে।
নিঃসঙ্গতায় মলিন।
ক্ষুদে নিষ্পাপ শুভ্রতারা!
সবুজের ভীড়ে এক ফোঁটা জলের রাজত্ব।
সলাজ অভ্যর্থনা।
উষার কোমল দৃশ্য।
আনারস এখন খাওয়ার উপযুক্ত।
মন খারাপ।
মাথায় শুকনো পাতার বোঝা নিয়ে চললাম আপন গন্তব্যে।
ঐন্দ্রজালিক বৈচিত্র।
সুন্দর ছবি গুলো। এই হলো আমার বাংলাদেশ। অভিনন্দন প্রিয় মাহমুদুর রহমান ভাই।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
শুভেচ্ছা নিরন্তর।
ছবি আর ছবির ক্যাপশন ভালো লাগলো ভাই।
জেনে ভালো লাগলো,বোন।
অভিনন্দন মাহমুদুর রহমান ভাই।
আপনার অভিনন্দন আমার মন ছুঁয়ে গেল।
ধন্যবাদ সুমন আহমেদ ভাই।
অভিনন্দন দাদা।
শুকরিয়া,বোন।
ঐন্দ্রজালিক বৈচিত্র্যে মুগ্ধ হলাম মাহমুদুর রহমান ভাই।
জেনে প্রীত হলাম।এগুলো তো আপনাদের জন্যই।
বহুদিন পর দেখতে এলাম ছবি
ম্যাডামের কারিশমা…
সালাম জানিবেন

অআ'লাইকুমুস সালাম।
ধন্যবাদ।