খবর গুলো আর খবরে সীমাবদ্ধ নয়
ঘটনার প্রবাহে গুপ্তচর হয়ে উঠে পাঠক!
কিছু অনুসন্ধানী চোখ
তির্যক চাহনি
বাকি টা আন্দাজ, কল্প কাহিনী…
উৎসুক স্রোতা সে সব গিলে, গিলতেই হয়
কেলিয়ে উঠা গল্পের রঙ, রস
গল্পের চাকচিক্যে কখন যে খবর বেখবর হয়ে যায়
তার ইয়ত্তা নাই…
ফলে, ধর্ষকের বিচার চেয়ে যে মানব-বন্ধন-
ধর্ষিতার ক্রন্দন সে পর্যন্ত আর পৌঁছে না;
বরং রুষ্ট পুষ্ট গল্প
লাল অক্ষরের হেড লাইন
ইবলিসের হাত কে উদ্যত করে তোলে
পরবর্তী খবর জন্ম দিতে…।
গল্পের চাকচিক্যে কখন যে খবর বেখবর হয়ে যায় তার ইয়ত্তা নাই। সঠিক কবি স্যার।
সালাম ও শুভেচ্ছা জানবেন প্রিয় শ্রদ্ধেয়
খবর গুলো আর খবরে সীমাবদ্ধ নয় কবি দাউদ ভাই। শুভকামনায়
অনেক অনেক ভালবাসা
আর শুভেচ্ছা জানবেন প্রিয় দাদা
শত প্রতিকূলতার মাঝেও ভাল থাকুন কবি দা।
আমার শ্রদ্ধা ও
ভালবাসা জানবেন প্রিয় রিয়া দিদি
আজকাল আপনাকে কম দেখা যায়। শুভেচ্ছা নিন দাউদ ভাই।
ভুল বলেছেন প্রিয় কবি বন্ধু
কম দেখা যায় না , কাল ভদ্রে দেখা যায়
আমি চুপিচুপি আসি আর চলে যাই….
ভালবাসা ও শুভেচ্ছা জানবেন।
ঠিকই বলেছেন কবি ভাই।
সালাম ও শুভেচ্ছা জানবেন প্রিয় শ্রদ্ধেয়া।
আপনি নিয়মিত আমার লিখায় আসেন,কিন্তু আমি আপনার সম্মানের প্রতিউত্তর দিতে পারিনা।
ক্ষমা করবেন।
ভাল থকবেন….
সালাম দাদা, বহু দিন পর হারানো মানিক পাওয়ার মত লাগছে
লিখটিও বরাবরের মতই সচেতনতার পরিচয় বহন করে
শুভ কামনা অবিরাম দাদা
কি সুন্দর বাস্তবের প্রতিচ্ছবি। দারুন উপস্থাপন।
বাস্তব, যথার্থ উপলব্ধি। খুবই ভালো লাগলো। শুভেচ্ছা অফুরন্ত।
আমার দেশের ধর্ষিতারা আদৌ কি ন্যায্য বিচার পাবে?