চারপাশে ভীড় আত্মার জন
কাটাছেঁড়ায় মত্ত পাপ না পূণ্য,
ডেবিট ক্রেডিট মেলেনি তাঁর
ব্যালেন্সসীটে প্রাপ্তি শুধুই শূন্য!
ট্রায়াল ব্যালেন্সের কেবল প্রফিট
জমা পড়েছিলো জীবনের শ্রম,
ছেলের ভবিষ্যত গড়া হলে’পর
নিজের ঠাঁই বৃদ্ধাশ্রম!
আধুনিক ফ্ল্যাটে হয়নি জায়গা
ঝকঝকে সব দামী নবীন,
ডাস্টবিনটাও বিদেশ থেকে
সেথায় তিনি বড্ড মলিন!
সেজেছেন জীবনের সেরা সাজে
ফুল মালা আর চন্দনে,
শীততাপ ছিল জীবনে ব্রাত্য
আজ সেখানেই শয়নে!
মিথ্যা আশ্বাসে শবযান ছোটে
সাইরেনে বাড়ায় গতি,
জীবনের গতি হয়েছে স্তব্ধ
ছেলের কবে হবে মতি!
শুভেচ্ছা এবং সম্মান মি. সৌমেন কুমার চৌধুরী।
ট্রায়াল ব্যালেন্সের কেবল প্রফিট অথচ প্রাপ্তির ঘরে শূণ্য !! জীবনের শ্রম বৃদ্ধাশ্রম।
তারপরও ভালোবাসা কবি সৌমেন বাবু।
আমাদের যাপিত জীবনের বাস্তবতা।
সুন্দর।
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি দা।
আমাদের প্রাপ্তির ঘরে শূন্যই থেকে যায়।
সুন্দর কবিতা, শুভ সকাল। প্রি কবি দা।
সুন্দর কবিতা। মুগ্ধতা রেখে গেলাম।
অনেক সুন্দর কবিতা। ভাললাগা।