টুকরো কাগজ

টুকরো কাগজ,
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে অলিতে গলিতে
আধুনিক শহরের রাস্তার ফুটপাতের কোণে,
টোকাই কিছু কুড়িয়ে নেয়, কিছু পড়ে থাকে
কিছুর জায়গা হয় শহরে থাকা খোলা ডাস্টবিনে।

টুকরো কাগজ,
লিখবার খাতা, বইয়ে শব্দ পড়বার পাতা
যতক্ষণ থাকে ভালো, ততক্ষণ থাকে আদর,
ছিড়ে গেলে হয় কাগজ, ফেলে রাখে দূরে
নাহয় মুদির দোকানে, এইতো তাঁর সমাদর।

টুকরো কাগজ,
যতক্ষণ থাকে সে লেখা-পড়ার উপযোগী
বহন করে তাকে, নেয় স্কুলে, অফিসে, আদালতে,
অনুপযোগীতে তুচ্ছ, পথে-ঘাটে উড়ে বেড়ায়
ঘৃণার চোখে দেখে সবাই, মূল্যহীন এক বস্তুতে।

টুকরো কাগজ,
খড়-কুটোর তৈরি সে, সস্তা দামের পণ্য
এই কাগজে লিখে সবাই, জীবন করে ধন্য,
পুরানো কাগজের নেই দাম, নেই মান
ছিড়ে গেলে কেউ করে না তাকে গন্য।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

7 thoughts on “টুকরো কাগজ

  1. টুকরো কাগজ। অনুপযোগীতে তুচ্ছ, পথে-ঘাটে উড়ে বেড়ায়
    ঘৃণার চোখে দেখে সবাই, মূল্যহীন এক বস্তুতে। ___ লিখার স্বাতন্ত্রে মুগ্ধ হলাম কবি। :)

    1. কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা।       

  2. টুকরো কাগজের ব্যবচ্ছেদ ভালো হয়েছে নিতাই বাবু। জীবনের সাথে মিলে যায়। 

  3. টুকরো টুকরো কাগজে একটি জীবনের গল্প তৈরী হয়ে যায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. আমার জীবনটাও এরকমই শ্রদ্ধেয় কবি সৌমিত্র দাদা।    

  4. "টোকাই কিছু কুড়িয়ে নেয়, কিছু পড়ে থাকে
    কিছুর জায়গা হয় শহরে থাকা খোলা ডাস্টবিনে।"

    -বেশ ভাল হয়েছে।  সুন্দর

মন্তব্য প্রধান বন্ধ আছে।