পরকিয়া করতে গিয়ে
বউয়ের হাতে ধরা খেয়ে,
গৃহবন্দী জামাই
আর সকাল সন্ধ্যা ধোলাই!
ঘরের বাইরে যেতে মানা
হচ্ছে না তাই বনি বনা,
এমন ভুল টি আর হবেনা
একটু বাইরে যাই?
শুনে সে কি বিজলি ঝলক
পাহাড় সুরমা হওয়া ধমক,
এতো আকাম করছ তবু
খায়েশ মেটে নাই?
ধরিয়ে দেবো পুলিশ দিয়ে
আচ্ছা কষবে থানায় নিয়ে,
চাচ্ছো তুমি তাই?
তোমার জেলের ভাতই চাই?
ভয়ে ভেজা বেড়াল সেজে
বসে আছে মাথা গুজে,
কোন উপায় নাই
তাকে বাঁচা না কেউ ভাই!
মেঝ মুছে কোমর ব্যথা
কাপড় কেচে ধরল মাথা,
থালা বাসন মাজতে বাকি
বুয়া আসে নাই!
পরকিয়া করতে গিয়ে
যাচ্ছে এমন সাজা সয়ে,
স্ত্রী ভক্ত তাই
সবাই সতর্ক হ ভাই!
পরকিয়া করতে গিয়ে বউয়ের হাতে ধরা খেয়ে,
গৃহবন্দী জামাই আর সকাল সন্ধ্যা ধোলাই!
আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় মুরুব্বী
পরকিয়া করতে গেলে জীবন এমনই হতে পারে।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।
ভালো থাকবেন।
দোয়া করবেন।।।
যেমন কর্ম তেমন ফল।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।
ভালো থাকবেন।
দোয়া করবেন।
কথা মন্দ না।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।
ভালো থাকবেন।
দোয়া করবেন।
দারুণ কবি বাবু ভাই।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।
ভালো থাকবেন।
দোয়া করবেন।
খুব সুন্দর।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়।

ভালো থাকবেন।
দোয়া করবেন।