মহাত্মা ভালোবাসা

বিরক্ত নিয়ে ছেলেটি ফোন রিসিভ করে,
-হ্যালো
-ফয়সাল… কি করো?
-কেন ?
-তুমি আমার ফোন রিসিভ করো না কেন?
-জানি না।
-আচ্ছা একটা জরুরী কথা!
-হুম।
-রাগ করবা?
-এত ঢং না করে বল।
-তুমি তো প্রথমেই রাগ করছো!
-বললে বল, না বললে চুপ করে থাক।
-আচ্ছা, জানো,আমার একটু একটু পেটের মধ্যে ব্যাথা করছে!
-তো? আমি কি করব?
-কেন বুঝ না? আমি ভয় পাচ্ছি!
-কিসের?
-আমমমি…মনে হয় কনসেভ করেছি!
-মানে কি?
-হুম..
-এখন আমি কি করতে পারি?
-জানি না, তবে…
-তবে কি?
-তুমি কি আমাকে বিয়ে করবে?
-বিয়া করবার জন্য মন সব সময় উতলা থাকে, তাই না?
-এভাবে বলবা?
-দেখ! এটা তোমার সমস্যা, তোমাকে কি করতে হবে তা তুমিই যান, আমাকে এর মধ্যে আনবা না, বাই।

অতঃপর মেয়েটি ভাবে,
এবার বুঝি মা আমাকে মেরেই ফেলবে !!!
ঠিক একই ভাবে পেটে থাকা শিশুটি ভাবে,
এবার বুঝি মা আমাকে মেরেই ফেলবে !!!

বি:দ্র: লেখাটি ফেসবুকের কোন স্ট্যাটাস থেকে অনুপ্রাণিত ।

পবিত্র হোসাইন সম্পর্কে

মাঝে মাঝে নিজেকে আঠেরো শতাব্দীর অঘোষিত, সাফল্যহীন কবি মনে হয়। যার কিছু লেখা নামহীন বাজারি পত্রিকায় ছাপা হয়ে ছিল কিন্তু কেউ তা পড়ে দেখিনি।

5 thoughts on “মহাত্মা ভালোবাসা

  1. দুঃখজনক। আমরা এবং আমাদের আশেপাশের সামাজিক জীবেরা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

  2. এই ভালোবাসা ভালোবাসা নয় কবি পবিত্র হোসাইন ভাই। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।